চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেলাল হোসেনকে (৬০) নগরের সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সদরঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম।
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার মধ্যে উত্তেজনা দেখা দেয়। আন্দোলনের একপর্যায়ে সংঘর্ষ বাঁধে, যেখানে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়, যার মধ্যে অন্যতম ছিলেন ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন।
সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে নগরের সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার সঙ্গে আরও কেউ ছিল কিনা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ওসি জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বেলাল হোসেনকে আজ রোববার দুপুরে (১৬ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হবে। মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনে রিমান্ড আবেদন করা হতে পারে বলে জানান তিনি।
বেলাল হোসেনের গ্রেপ্তারের খবরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে, একজন মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ দুঃখজনক।
তবে, অন্যদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা মনে করেন, যারা ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে, তাদের আইনের আওতায় আনা উচিত, সে যেই হোক না কেন।
এআই