ঋতুরাজ বসন্ত মানেই প্রকৃতিতে প্রাণের নতুন ছোঁয়া। রঙিন ফুলের হাসি ও পুষ্পিত সৌরভ নিয়ে বসন্ত প্রত্যেকের হৃদয়ে নাড়া দেয়। পহেলা ফাল্গুন শবেবরাত হওয়ায় প্রতিবছরের ন্যায়ে এবছর ১৪ ফেব্রুয়ারির পরবর্তীতে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে আজ ১৭ ফেব্রুয়ারি।
সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
নানান রঙের পোশাকে নেচে-গেয়ে শিক্ষার্থীরা নাচ-গান, কবিতা পাঠ, নাটক মঞ্চায়ন ও হাতে আলতা-মেহেদী লাগিয়ে বসন্তকে বরণ করে নেন ছাত্রীরা। উৎসস্থলে শিক্ষার্থীরা অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর আসাদুজ্জামান সহ বরিশাল শিক্ষা বোর্ড ও বিভিন্ন কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বসন্ত উৎসব উপলক্ষে পিঠা উসৎসবের আয়োজন করা হয়েছে কলেজ প্রাঙ্গনে।
উৎসব নিয়ে শিক্ষার্থীরা বলেন, বসন্ত এলে মনে হয় নতুন করে আবার জীবন শুরু করলাম। ক্লাস-পরীক্ষার ব্যস্ততার মধ্যে এ দিনটি যখন আসে বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা-ঘোরাফেরা সবমিলিয়ে দিনটা অনেক মজায় কাটে। তবে এবার একটু আলাদা হয়েছে। কারণ পহেলা ফাল্গুন শবেবরাত হওয়ায় আজ আমরা বসন্ত উসৎব উপভোগ করলাম।
এআই