এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    প্রবাস

    কুয়েতে টিকিটের চড়ামূল্য, প্রবাসীদের ঈদে ফেরার স্বপ্ন ভঙ্গ

    রবিউল হক, কুয়েত থেকে প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৯ পিএম
    রবিউল হক, কুয়েত থেকে প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৯ পিএম

    কুয়েতে টিকিটের চড়ামূল্য, প্রবাসীদের ঈদে ফেরার স্বপ্ন ভঙ্গ

    রবিউল হক, কুয়েত থেকে প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৯ পিএম

    কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় বসবাস করেন। ঈদকে সামনে রেখে বিমানের টিকিটের চড়ামূল্যে বিপাকে পড়েছেন কুয়েতে বসবাসরত বাংলাদেশিরা। হঠাৎ করেই দাম দ্বিগুণের বেশি বেড়ে যাওয়ায় ইচ্ছা থাকলেও অনেকেই দেশে আসতে পারছেন না। টিকেট সিন্ডিকেট ও এয়ারলাইন্সের অসহযোগিতায় ক্ষুব্ধ তারা।

    সংসারের চাকায় গতি আনতে বছরের পর বছর কুয়েতে কাটানো বাংলাদেশিদের অনেকেই দেশে এসে পরিবারের সঙ্গে ঈদ করার স্বপ্ন দেখছিলেন। কিন্তু টিকেটের চাহিদা আর দামের কারণে সেই স্বপ্ন তাদের অপূর্ণই থাকছে।

    কুয়েতে বসবাসরত এক প্রাবাসি জানান, দিনে ১০ বার টিকেট চেক করি; কিন্তু দুঃখের বিষয় টিকেটের বাড়তি দামের কারণে দেশে যেতে পারলাম না।

    আক্ষেপ করে আরেক প্রবাসী রাসেদুল ইসলাম বলেন, “টিকেটের দাম বেশি দেখে ঈদে বাড়ি যাওয়ার স্বপ্ন মাটি চাপা দিলাম।”

    এতে কুয়েত-ঢাকা রুটে বিমান ফ্লাইট রি-সিডিউল করার দাবি জানিয়েছন কুয়েতে বসবাসরত বাংলাদেশিরা।

    বাংলাদেশের প্রধান শ্রমবাজার মধ্যপ্রাচ্যের দেশগুলো। কিন্তু আসছে ঈদে ফ্লাইট সংকটের কারণে দেশে আসা নিয়ে দুশ্চিন্তায় কুয়েত প্রবাসীরা।

    টিকেটের আকাশ ছোঁয়া দামে কর্মক্ষেত্রে ছুটি পেলেও ঘরে ফিড়তে পারছেন না প্রবাসী বাংলাদেশীরা। বেড়েই চলছে কুয়েত টু ঢাকা রুটে বিমান ভাড়া। টিকেট কাটতে এসে হতাশ হয়ে ফিড়ে যাচ্ছেন অনেক প্রবাসীরা।

    চলতি বছর ২৬ এপ্রিল থেকে ১১ জুলাই এই আড়াই মাসে কুয়েত-ঢাকা-কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছিল মাত্র তিনটি। যাত্রীদের এতো চাহিদা থাকা সত্বেও ফ্লাইট না বাড়িয়ে উল্টো কমিয়ে দিয়েছে বাংলাদেশ বিমানসহ কয়েকটি এয়ারলাইন্সে। এতে আর্থিক ক্ষতিসহ বাড়ছে ভোগান্তি। ট্রাভেল এজেন্টরা বলছেন, মে-জুন মাসে ঈদ ঘিরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে। কিন্তু তখন বিমানের ফ্লাইট না থাকায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

    কুয়েত এয়ারওয়েজ জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে আসছিল। তবে হঠাৎ করে তিনটি ফ্লাইট কমিয়ে দিয়েছে। প্রবাসীদের এতে বেশি খরচে অন্য এয়ারলাইন্সে যাতায়াত করতে হচ্ছে। আর্থিক ক্ষতিসহ বাড়ছে ভোগান্তি। সংশ্লিষ্টরা বলছেন, অন্য এয়ারলাইন্সে টিকেট কিনলে দেশ হারাবে বিপুল পরিমাণ রেমিট্যান্স।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…