দেশের বীমা কোম্পানিগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সদস্য নির্বাচিত হওয়ায় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আরিফ সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর শ্যামলীতে আরিফ সিকদারের নিজ কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের এএমডি (সেলস এ্যান্ড মার্কেটিং) এইচ. এম মিলন রহমান, এসইভিপি (OHM) মোহাম্মদ এমরান ও উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান মুহাম্মাদ আব্দুল্লাহ আল যুবায়ের।
এর আগে বিআইএ’র নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পরিচালক আরিফ সিকদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পরিবার। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক বার্তায় তাঁরা জানায়, তাঁর এই সাফল্যে পুরো পরিবার গর্বিত ও আনন্দিত।
উল্লেখ্য, আরিফ সিকদার ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এছাড়া ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরামের কার্যনির্বাহী সদস্যসহ এনআরবি কমার্শিয়াল ব্যাংক, আম্বালা আইটি, রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএম, স্বপ্নযাত্রাসহ তিনি বেশ কিছু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
আরও পড়ুন-
বিআইএ’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান-লিন্টু