এইমাত্র
  • ভাঙ্গুড়ায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু
  • ৭ দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার শুরু হবে
  • ময়মনসিংহে ধানখেতে পড়ে ছিল মিশুক চালকের মরদেহ
  • মসজিদে মাথা থেকে টুপি ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২
  • ইসিতেই এনআইডি সেবা রাখার দাবিতে ময়মনসিংহে কর্মবিরতি
  • মাহমুদউল্লাহ রিয়াদের অবসরে মন খারাপ বিসিবি সভাপতির
  • প্রথম তারাবিতে মসজিদে মসজিদে মুসল্লির ঢল
  • ঢাকার জলাবদ্ধতা নিরসনে সহযোগিতায় আগ্রহী নেদারল্যান্ডস: রাষ্ট্রদূত
  • ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে থ্রি-হুইলারের দৌরাত্ম্য
  • আছিয়াকে নিয়ে জামায়াত আমিরের পোস্ট
  • আজ বৃহস্পতিবার, ২৯ ফাল্গুন, ১৪৩১ | ১৩ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    জুলাই আন্দোলনে নিহত কলেজছাত্র আসিফের লাশ পেল পরিবার

    সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ০৭:৩৭ পিএম
    সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ০৭:৩৭ পিএম

    জুলাই আন্দোলনে নিহত কলেজছাত্র আসিফের লাশ পেল পরিবার

    সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ০৭:৩৭ পিএম

    সিরাজগঞ্জ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিফ হোসাইনের লাশ সাত মাস মর্গে থাকার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    আদালতের নির্দেশে মঙ্গলবার (০৪ মার্চ) দুপুর ১২টার দিকে লাশটি হস্তান্তর করে পুলিশ। জেলা শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাকিম হোসেন সময়ের কণ্ঠস্বরকে এ তথ্য নিশ্চিত করেন।

    আদালতে দাখিল করা আবেদনে নিহতের বাবা নজরুল জানান, তাঁর ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় কর্মী ছিলেন। নজরুলের ধারণা, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী আন্দোলন দমানোর জন্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে তাঁর ছেলেকে হত্যা করে লাশ নিজ বাড়ির শৌচাগারে লুকিয়ে রাখেন।

    আসিফের মামা শাহীন শেখ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট অন্য ছাত্রদের সঙ্গে মিছিলে অংশ নেন আসিফ। যাওয়ার সময় মাকে বলে যান, তিনি আন্দোলনের মিছিলে যাচ্ছেন। শহরের চৌরাস্তা মোড় এলাকায় তিনি মিছিলে অংশ নেন এবং অন্য ছাত্ররাও তাঁকে সেখানে দেখেছিলেন। কিন্তু দুপুরের পর থেকে তাঁর ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা তাঁর সন্ধানে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। আত্মীয়স্বজনের বাসাসহ বিভিন্ন জায়গায় খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে অবগত এবং পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

    পরদিন ৫ আগস্ট ফায়ার সার্ভিসের সদস্যরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হেনরীর বাড়ির ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এর মধ্যে একটি লাশ আসিফের বলে পরিবার থেকে দাবি করা হয়।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…