এইমাত্র
  • ভাঙ্গুড়ায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু
  • ৭ দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার শুরু হবে
  • ময়মনসিংহে ধানখেতে পড়ে ছিল মিশুক চালকের মরদেহ
  • মসজিদে মাথা থেকে টুপি ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২
  • ইসিতেই এনআইডি সেবা রাখার দাবিতে ময়মনসিংহে কর্মবিরতি
  • মাহমুদউল্লাহ রিয়াদের অবসরে মন খারাপ বিসিবি সভাপতির
  • প্রথম তারাবিতে মসজিদে মসজিদে মুসল্লির ঢল
  • ঢাকার জলাবদ্ধতা নিরসনে সহযোগিতায় আগ্রহী নেদারল্যান্ডস: রাষ্ট্রদূত
  • ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে থ্রি-হুইলারের দৌরাত্ম্য
  • আছিয়াকে নিয়ে জামায়াত আমিরের পোস্ট
  • আজ বৃহস্পতিবার, ২৯ ফাল্গুন, ১৪৩১ | ১৩ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা আড়াই লাখ টাকা

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ০৯:০৩ পিএম
    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ০৯:০৩ পিএম

    অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা আড়াই লাখ টাকা

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ০৯:০৩ পিএম

    পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চারটিটি ইটভাটায় অভিযান চালিয়ে জেল-চরিমানাসহ গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই সময় সততা ব্রিকসের মালিক মো. হানিফকে ১ লাখ টাকা,পিভিসি ব্রিকসের মালিক মো. মনির হোসেনকে ১ লাখ ও এসজিআর ব্রিকসের মালিক মো. সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    শনিবার (৮র্মাচ) সকালে থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের গাড়ি ব্যবহার করে পানি দিয়ে কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়।

    এ সময় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

    এদিকে সততা ব্রিকসের মালিক মো. হানিফ জরিমানার ১ লাখ টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে পারেনি মো. হানিফ। এ কারণে ভ্রাম্যমাণ আদালত ওই টাকা পরিশোধের জন্য তাকে সন্ধ্যা পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে তিন মাসের কারাদন্ড দন্ডিত হওয়ার আদেশ দেন ভ্রাম্যমান আদালত।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু বলেন, উল্লেখিত চারটি ইটভাটার কোনো লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই। এ কারণে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন,‘বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত জরিমানার টাকা পরিশোধ করতে পারেননি হানিফ। এ কারণে থানা হেফাজতে আছেন।’

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…