এইমাত্র
  • ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস
  • কুমিল্লা সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় কিং কোবরা বাজি জব্দ
  • বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর
  • আশুলিয়ায় ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
  • সিরাজগঞ্জের বেলকুচিতে চোরাই ২ গরুসহ ৪ চোর গ্রেপ্তার
  • ভাঙ্গুড়ায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু
  • ৭ দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার শুরু হবে
  • ময়মনসিংহে ধানখেতে পড়ে ছিল মিশুক চালকের মরদেহ
  • মসজিদে মাথা থেকে টুপি ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২
  • ইসিতেই এনআইডি সেবা রাখার দাবিতে ময়মনসিংহে কর্মবিরতি
  • আজ বৃহস্পতিবার, ২৯ ফাল্গুন, ১৪৩১ | ১৩ মার্চ, ২০২৫
    আন্তর্জাতিক

    গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে তাড়ানো হবে না: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৩:১৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৩:১৫ পিএম

    গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে তাড়ানো হবে না: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৩:১৫ পিএম

    গাজা ইস্যুতে সম্পূর্ণ ১৮০ ডিগ্রি না হলেও অনেকখানি ঘুরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেছেন, গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে বিতাড়িত করা হবে না।

    বুধবার (১২ মার্চ) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে আয়ার‌ল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের আগে এক যৌথ ব্রিফিংয়ে অংশ নেন তারা। ব্রিফিংয়ে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক সাংবাদিক তাকে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের ব্যাপারে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

    জবাবে ট্রাম্প বলেন, “(গাজা থেকে) কোনো ফিলিস্তিনিকে কেউ বিতাড়িত করছে না এবং এমন পরিকল্পনা নেই।”

    প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের এক সপ্তাহ পরই ট্রাম্প ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র গাজার মালিকানা পেতে চায়। তিনি বলেছিলেন, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে একটি আধুনিক শহর এবং বাণিজ্যিক ও বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে গাজায় যেসব ফিলিস্তিনি বসবাস করছেন, তাদেরকে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় স্থানান্তর করা হবে বলেও উল্লেখ করেছিলেন তিনি।

    গত ০৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, ““আমি গাজা উপত্যকা ক্রয় এবং তার মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। উপত্যকাটি ধ্বংস হয়ে গেছে এবং বর্তমানে সেটি বসবাসের অযোগ্য। বর্তমানে সেখানে যারা আছেন, তারা ব্যাপকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

    “কিন্তু আমরা এই ভূখণ্ডটিকে খুব সুন্দর এবং উন্নতভাবে গড়ে তুলতে পারি। অন্যান্য দেশ যদি এ কার্যক্রমে অংশ নিতে চায়, আমরা তাদেরও স্বাগত জানাব। এটা খুবই সুন্দর একটি শহর হবে এবং সারা পৃথিবী থেকে লোকজন এখানে বসবাস করতে আসবে।”

    গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের অন্য জায়গায় স্থানান্তরের ইঙ্গিতও দিয়ে তিনি বলেছিলেন, “(গাজায় বসবাসরত) ফিলিস্তিনিদের প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে। তারা যেন নিরাপত্তাপূর্ণ পরিবেশে শান্তির সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে, সেই নিশ্চয়তা তাদেরকে আমাদের দিতে হবে। তাদের প্রতিশ্রুতি দিতে হবে যে তারা হত্যার শিকার হবে না। এই মুহূর্তে তারা যেখানে বসবাস করছে, সেটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং অনিরাপদ জায়গা।”

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…