এইমাত্র
  • রোহিঙ্গাদের সহায়তা কমে যাওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
  • চলতি বছরেই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারত
  • ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী, ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিলো জনতা
  • উখিয়ার ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব, কথা শুনলেন রোহিঙ্গাদের
  • রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ
  • গ্রিনল্যান্ডের দখল আমাদের লাগবেই: ট্রাম্প
  • প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে : রিজভী
  • সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংস জব্দ, আটক ৫
  • মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৫
  • গাজায় ফের ইসরায়েলের হামলা, ২ শিশুসহ নিহত ৪
  • আজ শনিবার, ৩০ ফাল্গুন, ১৪৩১ | ১৫ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    দর্জির দরজায় নেই মানুষের ভীড়, ঝোঁক রেডিমেডে

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:৫৪ এএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:৫৪ এএম

    দর্জির দরজায় নেই মানুষের ভীড়, ঝোঁক রেডিমেডে

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:৫৪ এএম

    কুমিল্লার কান্দিরপাড়ের একটি বহুতল মার্কেটের একটি সেলাইয়ের দোকানে আনমনে সুঁইয়ে সুতো পরাচ্ছিলেন কাটিং মাস্টার এনামুল হক। একসময় তার দোকানে পোশাক সেলাইয়ের চাপ সামলানোই মুশকিল হতো, এখন দিন পার করাই কঠিন। গলার স্বর নরম করে বললো, "গত কয়েক ঈদে আমার দোকানের সামনে ভিড় থাকতো। রোজার আগ থেকেই সেলাইয়ের সিরিয়াল লেগে থাকতো। কিন্তু, ১০ টি রোজা পার হয়ে গেলেও এখন তেমন সাড়া পাচ্ছিনা।''

    একই অবস্থা দর্জি কাউসার আহমেদেরও। তিনি জানান, "ঈদের সময় তো আমরা ঘুমাতে পারতাম না। এত কাজ! আর এখন? সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকলেও হাতে গোনা দুই-একটা অর্ডার পাই।" আক্ষেপ করে কাউসার আহমেদ বলেন, মানুষ এখন সেলাই করা জামা কাপড়ের প্রতি আগ্রহী কম। সবাই এখন রেডিমেড পোশাকের দিকেই ঝুঁকছে।'

    অন্যদিকে কান্দিরপাড়ের এক রেডিমেড পোশাকের দোকানে ব্যস্ততা চোখে পড়ার মতো। ক্রেতারা পছন্দের পোশাক বেছে নিচ্ছেন, ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছেন আর ঝটপট কিনে নিচ্ছেন।

    নগরীর কান্দিরপাড় খন্দকার হক শপিং কমপ্লেক্সে পরিবারের জন্য ঈদ শপিং করতে আসা সানজিদা আকতার বলেন, "দর্জির কাছে দিলে জামা বানাতে এক-দুই সপ্তাহ লেগে যায়। কখনো ফিটিংস ঠিক হয়, কখনো আবার ডিজাইন ঠিক থাকে না। রেডিমেডে এসব ঝামেলা নেই, ট্রায়াল দেই, ভালো লাগলে কিনি।"

    লাকসাম থেকে আসা ইয়াসমিন আরা জানালেন, "আগে বাসার সবার জন্য এক মাস আগে কাপড় কিনে দর্জির কাছে দিতে হতো। এখন মার্কেট থেকে একদিনে সবার জামা কিনে ফেলা যায়। সময়ও বাঁচে, পরিশ্রমও কম হয়।"

    এদিকে, দর্জির দোকানের চিরচেনা দৃশ্য বদলে যাচ্ছে, ক্রেতারা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কেউ কেউ এখন শুধুমাত্র ব্লাউজ বা পাঞ্জাবির মতো নির্দিষ্ট পোশাকের অর্ডার নিচ্ছেন, কেউ আবার বড় কাজ ছেড়ে দিয়েছেন।

    কিন্তু দর্জি প্রেমা লেডিস টেইলার্সের স্বত্তাধিকারী এনামুলের মতো অনেকের চোখে এখনো সেই পুরনো দিনের স্মৃতি ভাসে। দীর্ঘশ্বাস ফেলে এনামুল বললেন, "আমাদের হাতে বানানো জামার মতো কি রেডিমেড হয়? কিন্তু মানুষ এখন আর সেটা বোঝে না। হয়তো একদিন আমাদের কেউ মনে রাখবে না।"

    এদিকে, বিশ্লেষকরা বলছেন, সময় বদলাচ্ছে, বদলে যাচ্ছে মানুষের পছন্দ ও অভ্যাস। এক সময় যে দর্জির দোকানগুলো ছিল ঈদের প্রস্তুতির কেন্দ্রবিন্দু, সেগুলো আজ ক্রেতাশূন্য। রেডিমেড পোশাকের সহজলভ্যতা, সময়ের সাশ্রয় আর নতুন নতুন ডিজাইন মানুষের রুচি পাল্টে দিয়েছে। তবে, হাতে সেলাই করা পোশাকের কারুকাজ, নিখুঁত ফিটিংস আর ব্যক্তিগত ছোঁয়ার যে মূল্য, তা হয়তো কোনোদিন পুরোপুরি মুছে যাবে না। প্রযুক্তি আর সময়ের স্রোতে টিকে থাকতে হলে দর্জিদেরও নতুন কৌশল নিতে হবে, আধুনিক ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে। নাহলে একদিন সত্যিই হয়তো এনামুলের আশঙ্কাই সত্যি হয়ে যাবে—দর্জিদের কথা কেউ মনে রাখবে না।

    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…