এইমাত্র
  • বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা: হাইকোর্টের রায় রোববার
  • গাজীপুরে কালিয়াকৈরে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • বখাটের হেনস্তার শিকার হয়ে স্কুলছাত্রীর চিরকুট লিখে আত্মহত্যা
  • ১৬ মাস পর দলে ফিরে মাঠে নামার আগেই ফের ছিটকে গেলেন নেইমার
  • চট্টগ্রামে ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
  • আজ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ২ কোটি ২২ লাখ শিশু
  • নারী আইপিএলের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
  • তৃতীয় দিনের সফরে জাতিসংঘ মহাসচিবের যত কর্মসূচি
  • কালিয়াকৈরে চিকিৎসককে ‘ভাই’ সম্বোধন করায় হেনস্থার অভিযোগ
  • ঈদগাঁওয়ে প্রতিপক্ষের গুলিতে নিহত ১,আহত ৩
  • আজ শনিবার, ১ চৈত্র, ১৪৩১ | ১৫ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    রমজানে সহায়তার হাত বাড়ান, বাগমারার এক অসহায় পরিবারের গল্প

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:১৭ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:১৭ পিএম

    রমজানে সহায়তার হাত বাড়ান, বাগমারার এক অসহায় পরিবারের গল্প

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:১৭ পিএম

    রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের এক অসহায় পরিবারের গল্প শুনলে যে কেউ আবেগাপ্লুত হয়ে পড়বেন। আরিক উল্লাহ ও রেজিয়া দম্পতির সংসারে সদস্য আটজন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাঁদের ছয়জনই শারীরিকভাবে প্রতিবন্ধী। দারিদ্র্য ও অসুস্থতার ভারে নুয়ে পড়া এই পরিবার প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য সংগ্রাম করে যাচ্ছে।

    এই পরিবারের সদস্যদের অনেকেই চলাফেরা করতে পারেন না, স্বাভাবিকভাবে জীবনের কাজকর্ম চালানো তাঁদের জন্য অত্যন্ত কঠিন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি আরিক উল্লাহও বয়সের ভারে ন্যুব্জ। তিনি দিনমজুরির কাজ করলেও পরিবারের চাহিদা পূরণ করা তাঁর পক্ষে সম্ভব হয় না।

    রেজিয়া বেগম জানান, "আমাদের ছয়জন সন্তানই প্রতিবন্ধী। তারা ঠিকমতো হাঁটতে পারে না, খেতে পারে না। স্বামী দিনমজুর, সংসার চালানো কষ্টসাধ্য হয়ে গেছে।"

    এই অসহায় পরিবারের খবর জানাজানি হওয়ার পর অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। স্থানীয় প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন এবং ব্যক্তিগত পর্যায়ে অনেকেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। রমজান মাস উপলক্ষে আরও অনেক মানুষ তাদের জন্য সাহায্য নিয়ে এগিয়ে আসছেন।

    বাগমারার এক দানশীল ব্যক্তি বলেন, "এই পরিবারের অবস্থা দেখে আমি শোকাহত। আমরা সবাই যদি একটু একটু করে সাহায্য করি, তবে ওরা একটু ভালো থাকতে পারবে।"

    রমজান সংযম ও দানের মাস। এই পবিত্র মাসে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আপনার সামান্য সহায়তাই এই পরিবারের জন্য হতে পারে বেঁচে থাকার অবলম্বন। নগদ অর্থ, খাদ্যসামগ্রী কিংবা ওষুধ—যেকোনোভাবে সাহায্য করতে পারেন।

    যারা সাহায্য করতে চান, তারা স্থানীয় প্রশাসন বা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

    আপনার সহানুভূতি ও সহযোগিতাই পারে এই পরিবারটিকে একটু স্বস্তি দিতে। আসুন, রমজানে মানবতার হাত বাড়িয়ে দিই।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…