সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদেশি রিভালবার উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীরামসি এলাকা থেকে উদ্ধার করা হয়।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল রাতে জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি বিদেশী রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯, সিলেট অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, জব্দকৃত আলামত জগন্নাথপুর থানায় জিডি মুলে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অবৈধ অস্ত্র এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।