এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ: হাসনাত আব্দুল্লাহ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:১৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:১৭ পিএম

    আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ: হাসনাত আব্দুল্লাহ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:১৭ পিএম

    আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রশ্নে এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বার্তা দিয়েছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি লিখেছেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড।

    শনিবার (১৫ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ পোস্ট দেন।

    ছাত্র-জনতার তীব্র আন্দোলনে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও পতিত আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগ কি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে পারবে? নাকি গত ১৬ বছরের অপরাধের জন্য শাস্তি পাবে দলটি। করা হবে নিষিদ্ধ?

    এসব নিয়ে রাজনৈতিক দলগুলো দ্বিধাবিভক্ত। কোনো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টার অভিযোগও উঠেছে। যা নিয়ে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেন, ‘যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে, ঠিক সে পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে।’

    এমন পরিস্থিতিতে ছাত্রদের নেতৃত্বাধীন দলের দাবি, আওয়ামী লীগের বিচারের আগে যেন কোনো নির্বাচন না হয়। আর হলেও তাতে যেন আওয়ামী লীগ কোনোভাবেই অংশ নিতে পারে।

    হাসনাত তার ফেসবুকে এক পোস্ট দিয়ে লিখেন, ‘আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোউজ।’ তার ওই পোস্টটি মুহূর্তেই ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে অনেকেই মনে করছেন, হয়তো খুব শিগগিরই আওয়ামী লীগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে রাজনৈতিক দলগুলো। আসতে পারে নিষেধাজ্ঞাও।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…