ভোলার তেতুলিয়া নদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ ৫ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোন।
বুধবার (১৯ মার্চ) মধ্যে রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকাল ১১টায় কোস্টগার্ড দক্ষিন জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো রিফাত আহমেদ (স্টাফ অফিসার) অপারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন, মো. মামুন মোল্লা(৪২), আনোয়ার হাওলাদার(৪১), মো. জুয়েল শেখ(২৬), পান্নু মোল্লা(৩২) ও নাজমুল হাওলাদার(৩৮)। তাদের সকলে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেতুলিয়া নদীতে ডাকাতির প্রস্তুতিকালে কূখ্যাত শাহিন বাহিনীর ৫ ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ০৪ টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং ০৩ টি বোট জব্দ করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ডাকাত ও জব্দকৃত মালামাল ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এসআর