এইমাত্র
  • খাগড়াছড়ির রামগড়ে স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, আটক ২
  • শাকিব খানের ছবি ছাড়া প্রেক্ষাগৃহে দর্শক আসছে না: তানহা তাসনিয়া
  • শিক্ষার্থী কম থাকায় এইচএসসির ১৩ কেন্দ্র বাতিল
  • পঞ্চগড়ে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে
  • মাদারীপুরে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যার অভিযোগ
  • নাবিক ও এমওডিসি নেবে নৌবাহিনী, পদ ৪০০
  • গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
  • আসন্ন ঈদুল ফিতরে লম্বা ছুটি, কবে থেকে কত দিন
  • টিসিবির জন্য ২৭৩ কোটি টাকার ডাল-তেল ক্রয় প্রস্তাব অনুমোদন
  • ঢাকায় না এসে ইতালি ফিরে গেলেন ফাহমিদুল
  • আজ মঙ্গলবার, ৪ চৈত্র, ১৪৩১ | ১৮ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    ভাঙ্গুড়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু

    পাশাপাশি কবরে শায়িত হলেন বাবা ও ছেলে

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০২:৫৫ পিএম
    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০২:৫৫ পিএম

    পাশাপাশি কবরে শায়িত হলেন বাবা ও ছেলে

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০২:৫৫ পিএম

    পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে হয়ে নিহত বাবা সোলায়মান হোসেন (৪০) ও তার শিশু পুত্র জোনায়েদ আহমেদের (৭) লাশ দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের সঙ্গে শোকে কাতর এলাকাবাসীও।

    রোববার (১৬ মার্চ) সকাল ১০টায় উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা চক্রপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের পাশাপাশি দুটি কবরে দাফন করা হয়েছে। বাবা-ছেলেকে শেষ বিদায় জানাতে জানাজায় অংশ নেয় শত শত মানুষ।

    এর আগে গতকাল শনিবার বিকেল ৫টার দিকে ভাঙ্গুড়া-নওগাঁ সড়কের পাটুল বাজারে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু জোনায়েদ। একই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে রাত ১০টায় টাঙ্গাইলে মারা যান বাবা সোলায়মান হোসেন। পেশায় সোলায়মান একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

    এদিকে বাবা-ছেলের করুণ মৃত্যুতে ওই পরিবারটিতে চলছে শোকের মাতম। একসঙ্গে স্বামী-সন্তানকে হারিয়ে কোনোভাবেই থামছে না জুলেখা খাতুনের কান্না। স্বামী ও সন্তানকে হারিয়ে পাগলপ্রায় তিনি।

    জানা যায়, শনিবার সকালে ছেলে জোনায়েদকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুরে যান সোলায়মান। সেখান থেকে তারা বিকেলে গ্রামের বাড়ি পাথরঘাটার উদ্দেশে রওনা দেয়।

    পথিমধ্যে বিকেল ৫ টার দিকে ভাঙ্গুড়া থেকে আসা একটি পেয়াঁজ বোঝাই ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই জোনায়েদ মারা যায়। আর গুরুতর আহত হন সোলায়মান। প্রথমে সোলায়মানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সে মারা যায়।

    এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…