এইমাত্র
  • মির্জাপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন, বন্ধের নির্দেশ
  • নিজেকে 'বাস্তববাদী' বলে সিনেমা ছাড়ার ঘোষণা বর্ষার
  • নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, নিহত ২
  • ঈদকে সামনে রেখে পোশাক তৈরির কারিগরদের বেড়েছে কর্মব্যস্ততা
  • বরিশালে নাহিদের সামনেই এনসিপি'র দু'পক্ষের হট্টগোল
  • কালিহাতীতে ঠিকাদারের গাড়িতে হামলা, আহত ৩
  • বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে সওজ'র স্টাফ কোয়ার্টার পুড়ে ছাই
  • গাজা থেকে তেল আবিবে একের পর এক রকেট নিক্ষেপ
  • গাজায় তিন দিনে ২০০ শিশুর প্রাণ কাড়ল ইসরায়েল
  • গুলশানে পুলিশ প্লাজার সামনে মাথায় গুলি করে যুবককে হত্যা
  • আজ শুক্রবার, ৭ চৈত্র, ১৪৩১ | ২১ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    মাদারীপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় শিক্ষক গ্রেফতার

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৪:৪৪ পিএম
    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৪:৪৪ পিএম

    মাদারীপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় শিক্ষক গ্রেফতার

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৪:৪৪ পিএম

    মাদারীপুরের ডাসারে জসিম বেপারী নামে এক শিক্ষককে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে। এতে ক্ষোভ বিরাজ করছে নাগরিক সমাজের মাঝে। মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের ছোমেদ বেপারীর ছেলে জসিম বেপারীকে গত ১৩ মার্চ রাতে তাকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি বুধবার প্রকাশ হওয়ার পর ক্ষোভ সৃষ্টি হয়েছে নাগরিক সমাজে।

    জানা গেছে, মোবাইল ফোনের গ্যালারিতে নতুন উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত একটি গেজেটের ভূয়া কপি পাওয়ায় তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিম বেপারী সৈয়দ আতাহার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক পরিষদের সিনিয়র সহ-সভাপতি। দীর্ঘদিন যাবত তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নতিকরন নিয়ে আন্দোলন করে আসছিলেন। সে কারণে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে দাবী পরিবারের।

    মামলার এজাহার থেকে জানা গেছে, শিক্ষক জসিম বাসায় বসে সরকারের সংহতি, জননিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জন সাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টির চেষ্ট করছেন। এমন সংবাদের ভিত্তিতে উত্তর ডাসারের সৈয়দ নাসির এর বসত বাড়িতে ভাড়া থাকা শিক্ষক জসিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনের গ্যালারিতে নতুন উপদেষ্টা নিয়োগ সংক্রন্ত একটি ভুয়া গেজেটের কপি পাওয়া যায়। এ কারণে জননিরাপত্তা বিনষ্ট এবং সার্বভৌমত্ব নষ্টের অভিযোগে জসিম বেপারীকে গত ১৩ মার্চ রাতে আটক করে ডাসার থানা পুলিশ। পরে ডাসার থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে ১৪ মার্চ আদালতে তোলা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে।

    অভিযুক্ত শিক্ষকের বড় ভাই ইলিয়াস বেপারী বলেন, আমার ভাইকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।

    দবির হোসেন নামে এক শিক্ষক বলেন, শিক্ষক জসিম বেপারী গ্রেড সংশোধন সংক্রন্ত বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছিলেন। তিনি রাষ্ট্রদ্রোহ কোন কর্মকান্ডের সাথে জড়িত নয়। তাকে উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। আমরা তার দ্রুত মুক্তি চাই।

    মাদারীপুর জজ কোর্টের আইনজীবি এডভোকেট আবুল হাসান সোহেল বলেন, কার মোবাইলে কী থাকবে সেটা খুঁজে খুঁজে দেখা পুলিশের কাজ নয়। একজন শিক্ষককে রাষ্টোদ্রহ মামলায় গ্রেফতার করা দুঃখজনক।

    মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম জানান, সহকারী শিক্ষক জসিম বেপারীকে মামলার কারনে ১৬ মার্চ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, শিক্ষককে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে।

    এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, সন্ত্রাস বিরোধী আইনে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…