টাঙ্গাইলের মির্জাপুরে মধ্যরাতে ৮টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঔষুদের দোকানসহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো- আরিফ স্টোর, খান ফার্মেসী, সায়েম মটরস, তিন ভাই স্টোর, গফুর গার্মেন্টস, তাইবুর গার্মেন্টস, সালাম গার্মেন্টস ও শিপনের জুতার দোকান।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়েত হোসেন।
জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাথরঘাটা বাজারে একটি দোকানে আগুন দেখতে পায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এক পর্যায়ে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া বলেন, আগুনের খবরে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরবর্তীতে আগুন চারদিকে ছড়িয়ে পরলে আরও দুটি ইউনিট যুক্ত করা হয়। পরে রাত ২টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৮টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ৮টি দোকানে প্রায় ২৫ লাখ টাকা ক্ষতি হবে।
এআই