এইমাত্র
  • ঈদ সিনেমায় পাঁচ নায়িকার অভিষেক
  • 'অনুশোচনার মতো কিছুই নেই' শেখ হাসিনা চরিত্রে অভিনয় প্রসঙ্গে নুসরাত ফারিয়া
  • এবার ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিলো লেবানন
  • এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না
  • পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ : রিজওয়ান হাসান
  • ১৫ বছরের নিচে হজে যেতে বারণ, যা বলছে ধর্ম মন্ত্রণালয়
  • সাংবাদিকদের নবম গ্রেডে বেতন ও যোগ্যতা নির্ধারণের প্রস্তাব
  • এবার লেবানন থেকে ইসরাইলে দফায় দফায় রকেট হামলা
  • ভিয়েতনাম থেকে তৃতীয় চালানে এলো ২৯ হাজার টন চাল
  • অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ
  • আজ রবিবার, ৯ চৈত্র, ১৪৩১ | ২৩ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:৩৮ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:৩৮ এএম

    ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:৩৮ এএম

    গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ছুটি বাড়ানোর দাবিতে ইউটা কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।

    বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় কারখানার শ্রমিকরা ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

    সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দিলে তারা মহাসড়ক থেকে সরে গেলে ৯টা ৫০ মিনিট যান চলাচল শুরু হয়।

    আন্দেলনরত শ্রমিকরা বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে আসন্ন ঈদে ৯ দিনের ছুটি ঘোষণা করেছে। এ খবর ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ৮টার দিকে শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে উৎপাদন ফ্লোর থেকে নিচে নেমে কারখানা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে সকাল ৯টার দিকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে কারখানার ভেতরে নিয়ে যায়।

    তারা আরও বলেন, সরকার ঘোষিত ছুটির বাইরে বাকি ছুটির জন্য আমাদেরকে অতিরিক্ত ডিউটি করিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। তাহলে কারখানা কর্তৃপক্ষ আমাদের ছুটি দিল কোথায়? যে কয়দিন ছুটি দিয়েছে ইতোমধ্যে আমরা সে কয়দিন ডিউটি করে দিয়েছি। তাছাড়া ৯ দিনের মধ্যে একদিন শুক্রবার। সেটা তো সাপ্তাহিক ছুটি। তাহলে কারখানার পক্ষ থেকে আমাদের ছুটি দিল কীভাবে?

    গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বলেন, শ্রমিকরা তাদের দুই দিন ছুটি বাড়ানোর জন্য সকাল থেকে কাজ বন্ধ করে দেয়। পরে সড়ক অবরোধ করলে তাদেরকে বুঝিয়ে শ্রমিকেরা কারখানা অভ্যন্তরে গিয়ে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সেনাবাহিনী ও শিল্প পুলিশ শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছে। এখানও আলোচনা চলছে।

    এ বিষয়ে সাংবাদিকরা ইউটা কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে জারি হননি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…