এইমাত্র
  • ভুটান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
  • নিজের জীবন বাজি রেখে যাত্রীদের জীবন বাঁচাতে যান শাহাবুদ্দিন
  • ময়মনসিংহের ইয়াসিন ইউক্রেন যুদ্ধে নিহত
  • নৈশভোজে ‘ঘনিষ্ঠভাবে’ কথা বলেছেন ইউনূস-মোদি, বৈঠক কাল
  • আন্তর্জাতিক আদালতের সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা হাঙ্গেরির
  • মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ছাড়িয়েছে
  • চট্টগ্রামে ডাবল মার্ডার: দুই আসামি গ্রেফতার
  • উদ্যোক্তা হওয়ার পরামর্শ তরুণ প্রজন্মকে ড. ইউনূসের
  • এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই : শিক্ষাবোর্ড
  • বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা আমাদের: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী
  • আজ শুক্রবার, ২১ চৈত্র, ১৪৩১ | ৪ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    উল্লাপাড়ায় লক্ষ্মী প্রতিমার মাথা কেটে নিলেন দুষ্কৃতকারীরা

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০১:১৯ পিএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০১:১৯ পিএম

    উল্লাপাড়ায় লক্ষ্মী প্রতিমার মাথা কেটে নিলেন দুষ্কৃতকারীরা

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০১:১৯ পিএম

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লক্ষ্মী প্রতিমার মাথা কেটে নেওয়ার ঘটনা ঘটেছে।

    বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার দূর্গানগর ইউনিয়নের বড়মনোহারা গ্রামে স্বপন রায় এর বাড়িতে লক্ষ্মী মন্দিরে দুষ্কৃতিকারী লক্ষ্মী প্রতিমার মাথা কেটে নিয়ে নিয়ে গিয়েছে।

    স্থানীয় সুত্রে জানা গেছে, স্বপন রায় এর বাড়িতে লক্ষ্মী মন্দির অনেক পুরাতন। দীর্ঘদিন যাবৎ স্বপন রায় নিজ উদ্যোগে বড়মনোহারা হিন্দু সম্প্রদায়ের লোকজন নিয়ে লক্ষ্মী পূজা পালন করে থাকে। তবে লক্ষ্মী প্রতিমার মাথা কেটে নেওয়ায় এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়ভীতি কাজ করছে।

    এ বিষয়ে বড়মনোহারা লক্ষ্মী মন্দিরের সেবায়েত স্বপন রায় জানান, রাতে লক্ষ্মী প্রতিমার মাথা কেটে নিয়ে গেছে দুষ্কৃতকারী। রাতে যখন শব্দ শুনতে পায় মন্দিরের দিকে এগিয়ে আসলে একজন দুষ্কৃতকারী পালিয়ে যায়।

    তিনি আরও জানান, অনেক আতংকিত এবং ভয়ের মধ্যে রয়েছি। তবে যে লোকটা মাথা কেটে নিয়েছে তার পরিচয় সনাক্ত করতে পারেননি।

    উল্লাপাড়া পূজা উদযাপন কমিটির সংগঠনিক সম্পাদক সাধন কুমার সরকার জানান লক্ষ্মী প্রতিমার মাথা কেটে নেওয়ার ঘটনা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। দুষ্কৃতকারী যেই হোক তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় মন্দিরের সভাপতি বিপুল সরকার বাদী হয়ে মামলা করবে বলে তিনি জানিয়েছেন।

    এ বিষয়ে দূর্নাগর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মোতালেব জানান লক্ষ্মী প্রতিমা ভাংচুরের ঘটনায় তারাও কষ্ট পেয়েছেন। তবে দুষ্কৃতকারী যেই হোক তাদের কে আইনের আওতায় আনার দাবি জানান তিনি । এটি নিয়ে তারা সাংগঠনিকভাবে তদন্ত করে দুষ্কৃতকারী কে খুঁজে বের করার চেষ্টা করবেন ।

    উল্লাপাড়া-তাড়াশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান লক্ষ্মী প্রতিমার মাথা কেটে নেওয়ার ঘটনায় পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুষ্কৃতকারী কে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…