এইমাত্র
  • ঈদ সিনেমায় পাঁচ নায়িকার অভিষেক
  • 'অনুশোচনার মতো কিছুই নেই' শেখ হাসিনা চরিত্রে অভিনয় প্রসঙ্গে নুসরাত ফারিয়া
  • এবার ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিলো লেবানন
  • এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না
  • পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ : রিজওয়ান হাসান
  • ১৫ বছরের নিচে হজে যেতে বারণ, যা বলছে ধর্ম মন্ত্রণালয়
  • সাংবাদিকদের নবম গ্রেডে বেতন ও যোগ্যতা নির্ধারণের প্রস্তাব
  • এবার লেবানন থেকে ইসরাইলে দফায় দফায় রকেট হামলা
  • ভিয়েতনাম থেকে তৃতীয় চালানে এলো ২৯ হাজার টন চাল
  • অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ
  • আজ রবিবার, ৮ চৈত্র, ১৪৩১ | ২৩ মার্চ, ২০২৫
    আন্তর্জাতিক

    রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৭৫ বন্দিবিনিময়

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:৩০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:৩০ পিএম

    রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৭৫ বন্দিবিনিময়

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:৩০ পিএম
    সংগৃহীত ছবি

    রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতার ভিত্তিতে ১৭৫ বন্দিবিনিময় হয়েছে।

    বুধবার (১৯ মার্চ) তারা যুদ্ধের এক অন্যতম বৃহৎ বন্দিবিনিময় করেছে। খবর সিয়াসাত নিউজের।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মুক্তিপ্রাপ্তদের মধ্যে গুরুতর আহত সেনা ও যোদ্ধা ছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে রাশিয়ায় আটক রাখা হয়েছিল।

    জেলেনস্কি বলেন, আমরা সেনা, সার্জেন্ট এবং কর্মকর্তা ফিরিয়ে এনেছি— যারা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, যারা সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, জাতীয় রক্ষীবাহিনী, আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনীতে নিযুক্ত ছিলেন।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুভেচ্ছার নিদর্শন হিসাবে আমরা আরও ২২ জন গুরুতর আহত ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিয়েছে।

    জেলেনস্কি জানান, তাদের আলাদা আলোচনা প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে।

    মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য আংশিক যুদ্ধবিরতি সম্পর্কে কথা বলার সময় যে ২৩ জন আহত যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে একজনকে মুক্তি দেয়নি রাশিয়া। সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া।

    তিন বছরের যুদ্ধের মধ্যে বন্দিবিনিময় বিভিন্ন সময়ে ঘটেছে। বুধবারের বিনিময়টি সেই আলোচনার আগেই পরিকল্পিত ছিল।

    মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয় সেনারা বিভিন্ন অঞ্চল থেকে বন্দি হন, যেমন মারিউপোল, আজোভস্টাল স্টিল প্ল্যান্ট, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন, খারকিভ, মিকোলাইভ, জাপোরিজঝিয়া, সুমি ও কুরস্ক।

    জেলেনস্কি একটি বিবৃতিতে বলেন, যারা ফিরেছেন, তারা অবিলম্বে চিকিৎসা এবং মনোবৈকল্য সহায়তা পাবেন। তিনি বন্দিবিনিময়ে কাজ করা ইউক্রেনীয় দলের এবং আন্তর্জাতিক সহযোগী, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা এই বিনিময়টি সুষ্ঠু করতে সহায়তা করেছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…