সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোর মুখি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় অন্তত ১০জন যাত্রী আহত হয়েছে। দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২০ মার্চ) বেল ১১টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার কুচেমোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান যশোরের নাভারণ হাইওয়ে পুলিশের ওসি রোকনুজ্জামান।
প্রত্যক্ষদর্শীরা বরাতে ওসি বলেন, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি যশোরে যাচ্ছিল। পথের মধ্যে কুচেমোড়া নামক স্থানে পৌঁছালে বাসের সামনে থাকা একটি ভ্যান ও ইজিবাইককে পাশকাটিয়ে সামনে উঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে। এ সময় বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: শুভেন্দু বিশ্বাস বলেন, আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দেড়ে দেওয়া হয়েছে।
আহতরা হলেন- শার্শার হাড়িখালি গ্রামের লিটন হোসেন(৩০) ও যদুনাথপুরের লিটন আহমেদ, যশোর সদরের রহিমা খাতুন (৪৫) ও ইউনুছ আলি (৫২) এবং বাগাচড়ার নাছরিন আক্তারকে (২৫) হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে এই চিকিৎসক জানান।
ওসি রোকনুজ্জামান বলেন, কুচেমোড়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পর পরই বাসের চালক ও তার সহকারি পালিয়ে গেছে। বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
এআই