ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে গরীব, দুঃস্থ ও সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে ডিম, দুধ ও গরুর মাংস বিক্রিয় কার্যক্রম সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। এ সময়ে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাসরিন সুলতানা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক কেজি গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা। এছাড়াও এক লিটার গাভীর দুধ ৮০ টাকা, এক হালি মুরগির ডিম ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। একজন গ্রাহককে সর্বোচ্চ এক ডজন ডিম ক্রয় করতে পারবেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানাগেছে , একজন ক্রেতা পাঁচশো গ্রাম থেকে সর্বোচ্চ ১ কেজি গরুর মাংস ক্রয় করার সুযোগ পাবেন। সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলমান থাকবে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে অল্প আয়ের লোকজন উপজেলা পরিষদের সামনে উপস্থিত হয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী ক্রয় করার জন্য লাইনে দাঁড়িয়ে যায়। কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তারা তাদের পছন্দের খাদ্য সামগ্রী ক্রয় করতে দেখা গেছে।
উপজেলা প্রশাসনের এমন মহৎ উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয় তারা বলেন, বাজারে গরুর গোশত ৭২০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। ইউএনও স্যারের আন্তরিক উদ্যোগে আমরা ন্যায্য মূল্যে গোশত কেনার সুযোগ পেয়েছি।
গরুর গোশত ক্রয় করতে আগত নাজমা আক্তার বলেন, উন্নত মানের সুস্থ সবল গরুর গোশত দামে কম হওয়ায় আমরা এখানে এসেছি। বাজারে দোকানগুলোতে গোশতের দাম অনেক বেশি। ফখরুল ইসলাম বলেন ন্যায্য মূল্য দিয়ে গোশত কিনতে পেয়ে আমরা অনেক খুশি। বাজারের দোকানগুলোতে ন্যায্য মূল্যে সব সময় গোশত বিক্রির জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, গরীব, দুঃস্থ ও সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে ডিম, দুধ ও গরুর মাংস বিক্রিয় কার্যক্রম শুরু করা হয়েছে। এটি অব্যাহত থাকবে।
এইচএ