কক্সবাজারের টেকনাফে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৃথক ভাবে দুটি অভিযান পরিচালনা করে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করেছে। উক্ত অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে অভিযানিক দল।
তথ্য সুত্রে জানা যায়, ১৯ মার্চ (বুধবার) দিবাগত রাতে গোপন সংবাদের তথ্য অনুযায়ী, ক্যাম্পে কর্মরত এপিবিএন সদস্যরা টেকনাফের হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের অভ্যন্তরে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র ও গুলিসহ দুই জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।
ধৃত দুই সন্ত্রাসী হচ্ছে- উক্ত ক্যাম্প এলাকার বাসিন্দা মো.নুরুল আমিন (৪৫) ও হাবিবুল্লাহ (৩৮)।
বৃহস্পতিবার দুপুরের দিকে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার।
তিনি বলেন গোপন সংবাদে জানতে পারি, নয়াপাড়া ক্যাম্পের সি ব্লকের টাংকি মোড় নায়ক এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার অফিস রুমে একদল অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান নিয়েছে।
সেই তথ্য অনুযায়ী এপিবিএন সদস্যরা উক্ত এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অভিযানিক দলের সদস্যরা তাদের ধাওয়া করে দুই জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।
এসময় ধৃত সন্ত্রাসীদের কাছ থেকে দেশীয় তৈরি ১টি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
অপর দিকে ২০ মার্চ (বৃহস্পতিবার) বিকালের দিকে টেকনাফ উপজেলায় দায়িত্বরত নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার জানান, বুধবার দিবাগত গভীর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড অন্তর্গত নাইটংপাড়া এলাকার বাসিন্দা মাদক কারবারে জড়িত ইউনুসকে আটক করা হয়।
এরপর আটক ব্যক্তির স্বীকারোক্তি মোতাবেক তার বসত বাড়ি তল্লাশি করে, ৮০০ পিচ ইয়াবা ট্যবলেট, দেশীয় তৈরি ১টি একনলা বন্দুক ও ইয়াবা হিসাব নিকাশের একটি বুক উদ্ধার করতে সক্ষম হয়।
ধৃত ব্যক্তি হচ্ছে-টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মৃত নবী হোসেন'এর পুত্র মো. ইউনুস (৩৫)। ধৃত ইউনুসের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।