চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে চাজার্র অটোভ্যান যাত্রীদের গাছের সাথে বেঁধে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানে পুলিশ মোবইল ও ডাকাতি হওয়া চাজার্র অটোভ্যানটি উদ্ধার করতে পারলেও এখন, পর্যন্ত স্বণার্লংকার ও টাকা উদ্ধার করতে পারেনি।
বৃহস্প্রতিবার(২০ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার কাযার্লয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার রেজাউল করিম।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো জেলার শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁপুর এলাকার দেলোয়ার হোসেন(২৪); মোঃ ওয়াসিম(২৮), তৌহিদ আলী ওরফে সুজন(২৬) ও পলাশবাড়ির লালচান (৩২); এবং মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর এলাকার দিনুল ইসলাম(৪৩) ও একই ইউনিয়নের দানিয়ালপুর এলঅকার মোঃ আনারুল(৫২)।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ১১ মার্চ সন্ধ্যা ৭ টার সময় গোমস্তাপুর থেকে বিয়ের দাওয়াত খেয়ে চাজার্র অটোভ্যানযোগে ৭ জন যাত্রীকে বাড়ি ফেরার পথে গোমস্তাপুর উপজেলার রহনপুর—আড্ডা সড়কের নজলপুর নামক স্থানে যাত্রীদের গাছের সাথে বেঁধে ডাকাতি করে। এসময় ডাকাতদল তাদের কাছ থেকে স্বর্ণের কানের দুল, হাতের চুরি, গলার মালা, নাকফুল, মোবাইল, অটোভ্যান, নগদ টাকাসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
পুলিশ সুপার আরও জানান, থানায় মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশ তথ্য উপাত্তের সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। ধৃতদের স্বীকারোক্তিতে ছিনতাইকৃত ১ টি অটোরিক্সা ভ্যান ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার বলেন আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এনআই