এইমাত্র
  • নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার: রিজভী
  • হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম
  • ব্যাংককে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ল ভবন
  • মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অনুভূত বাংলাদেশেও
  • রাশমিকার সংলাপ বলার ধরন নিয়ে আপত্তি নেটিজেনদের
  • বালুবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট
  • ঈদে ফিরতি যাত্রার ৭ এপ্রিলের টিকিট মিলছে আজ
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীর ঢল, বেড়েছে গাড়ির চাপও
  • ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
  • এবার বাংলাদেশ ও সৌদি আরবে একই দিনে ঈদ হতে পারে
  • আজ শুক্রবার, ১৪ চৈত্র, ১৪৩১ | ২৮ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    চট্টগ্রামে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনে চসিক-বাহন চুক্তি

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:১২ এএম
    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:১২ এএম

    চট্টগ্রামে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনে চসিক-বাহন চুক্তি

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:১২ এএম

    নগরীর সৌন্দর্যবর্ধন ও আধুনিক তথ্যপ্রযুক্তি সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং বাহন লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় চট্টগ্রাম নগরীতে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করা হবে, যা ঝুলন্ত তারের বিশৃঙ্খলা দূর করার পাশাপাশি নগরবাসীর জন্য দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করবে।

    বৃহস্পতিবার (২০ মার্চ) চসিক কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং বাহন লিমিটেডের পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন বিদ্যুত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

    অনুষ্ঠানে মেয়র বলেন, "চট্টগ্রাম শহরকে সত্যিকার অর্থে স্মার্ট নগরে পরিণত করতে আমাদের পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। শহরের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা ঝুলন্ত বিদ্যুৎ ও ইন্টারনেট তার নগরের সৌন্দর্য নষ্ট করছে, একইসঙ্গে নাগরিকদের নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করছে। বাহন লিমিটেডের সঙ্গে এই সমঝোতা আমাদের সেই সমস্যা থেকে মুক্তি দিতে সহায়ক হবে।"

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ন্যাশনাল টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্সপ্রাপ্ত বাহন লিমিটেড চট্টগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাজুড়ে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন করবে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে—নগরীর ঝুলন্ত তারের বিশৃঙ্খলা দূর হবে, উন্নত গতির ইন্টারনেট সেবা নিশ্চিত হবে, স্মার্ট নগর পরিকল্পনার আওতায় পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে উঠবে, এবং তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও নগর ব্যবস্থাপনায় টেকসই পরিবর্তন আসবে।

    মেয়র আরও বলেন, "এই উদ্যোগ শুধু সৌন্দর্যবর্ধনেই ভূমিকা রাখবে না, বরং নগরীর ডিজিটাল পরিকাঠামোকে আরও সুসংহত করবে। চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। আমরা চাই, এই নগর ডিজিটাল সুবিধায় সমৃদ্ধ হয়ে একটি প্রযুক্তিনির্ভর স্মার্ট নগরীতে পরিণত হোক।"

    বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহরের আধুনিকায়ন প্রক্রিয়া এক নতুন উচ্চতায় পৌঁছাবে। বিশ্বের উন্নত শহরগুলোর মতো এখানেও ডিজিটাল অবকাঠামোর প্রসার ঘটবে, যা ভবিষ্যতের জন্য একটি টেকসই ভিত্তি তৈরি করবে।

    চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই শহরকে বিশ্বমানের স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…