যশোরে কুখ্যাত সন্ত্রাসী ২৩ মামলার আসামি রাকিব ওরফে ভাইপো রাকিবকে (৩৭) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাকিব শহরের শংকরপুর সার গোডাউন এলাকার কাজী তৌহিদের ছেলে।
যশোর ডিবি পুলিশ জানিয়েছে, রাকিব শহরের অন্যতম কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় চারটি হত্যা মামলা, অস্ত্র আইনে সাতটি মামলা, বিস্ফোরক আইনে চারটি মামলা, দুইটি চাঁদাবাজির মামলাসহ ২৩টি মামলা রয়েছে। ২০১৫ সালের একটি জিআর মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই ভিত্তিতে তাকে করা হয়েছে। আদালতের মাধ্যমে রাকিবকে জেলহাজতে পাঠানো হবে।
স্থানীয়রা জানিয়েছেন, ভাইপো রাকিব আওয়ামী লীগের শাসনামলে যশোর সদর আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ছত্রছায়ায় ছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ১৯ জানুয়ারি প্রতিপক্ষের সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা চেষ্টা করতে পারে। নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়। দুটি গুলি তার বুকের ডান ও বাম পাশে লাগে। ঢাকা থেকে চিকিৎসাসেবা শেষে কিছু দিন আগে রাকিব বাড়ি ফিরে আসে।
এআই