মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫১ বাংলাদেশিকে আটক করেছে একেপিএস। সংস্থাটি জানায়, আটক বাংলাদেশিরা অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করে। প্রয়োজনীয়তা পূরণে ব্যর্থ হওয়ায় তাদের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) কুয়ালালামপুর বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার (২১ মার্চ) এক বিবৃতিতে একেপিএস জানায়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-১ এর আগমন হলে ৬৭ বিদেশিকে তল্লাশি চালানো হয়। এর মধ্যে ৫১ জন বিভিন্ন অপরাধে জড়িত তা শনাক্ত করা হয়। পরে তদন্তের জন্য তাদের অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়।
পরিদর্শনে দেখা যায়, তারা বিভিন্ন অপরাধ করেছে। যার মধ্যে রয়েছে ভুয়া হোটেল বুকিং নথি ব্যবহার ও অভিবাসন চেক এড়ানোর চেষ্টা করা।
একেপিএস জানায়, ৫১ জন বাংলাদেশিকে ইমিগ্রেশন আইন ১৯৫৯ / ৬৩-এর শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, ভুয়া নথিপত্র ব্যবহারের পাশাপাশি অনেকের কাছে পর্যাপ্ত আর্থিক সামর্থ্য ছিল না এবং তারা তাদের অবস্থানের স্পষ্ট কারণ জানাতে ব্যর্থ হয়েছেন। এমনকি কেউ কেউ স্বীকার করেছেন তারা মালয়েশিয়ায় কাজের জন্য এসেছেন।
৫১ বাংলাদেশিকে দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠানো হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়।
এমআর-২