রাজশাহীর নওদাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্যালকের হাতে প্রাণ গেল দুলাভাইয়ের। শনিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে নওদাপাড়া কালুর মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন (৪০) নওদাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, নিহতের শ্যালক মিন্টু (৩৫) তাদের শ্বশুরের জমির মাপজোখের সময় ভাগবাটোয়ারা নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। উত্তেজনার এক পর্যায়ে মিন্টু হাসুয়া দিয়ে রুহুল আমিনের গলায় কোপ দেন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত মিন্টু পালিয়ে যান।
শাহমখদুম থানার ওসি মাসুমা মোন্তাকিম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
এসআর