এইমাত্র
  • দুপুরের মধ্যে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
  • ঈদ সিনেমায় পাঁচ নায়িকার অভিষেক
  • 'অনুশোচনার মতো কিছুই নেই' শেখ হাসিনা চরিত্রে অভিনয় প্রসঙ্গে নুসরাত ফারিয়া
  • এবার ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিলো লেবানন
  • এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না
  • পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ : রিজওয়ান হাসান
  • ১৫ বছরের নিচে হজে যেতে বারণ, যা বলছে ধর্ম মন্ত্রণালয়
  • সাংবাদিকদের নবম গ্রেডে বেতন ও যোগ্যতা নির্ধারণের প্রস্তাব
  • এবার লেবানন থেকে ইসরাইলে দফায় দফায় রকেট হামলা
  • ভিয়েতনাম থেকে তৃতীয় চালানে এলো ২৯ হাজার টন চাল
  • আজ রবিবার, ৯ চৈত্র, ১৪৩১ | ২৩ মার্চ, ২০২৫
    আন্তর্জাতিক

    গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ ফেরানোর আহ্বান ৩ প্রভাবশালী দেশের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০২:৩৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০২:৩৭ পিএম

    গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ ফেরানোর আহ্বান ৩ প্রভাবশালী দেশের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০২:৩৭ পিএম

    জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি ফিরিয়ে আনার’ আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২১ মার্চ) গভীর রাতে এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীরা। বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

    ইসরাইল গত মঙ্গলবার থেকে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে নতুন করে আবারও আক্রমণ শুরু করেছে যা ১৯ জানুয়ারির যুদ্ধবিরতির পর থেকে বিদ্যমান শান্ত পরিস্থিতিকে ফের উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

    এক যৌথ বিবৃতিতে ওই মন্ত্রীরা বলেছেন, গাজায় ইসরাইলি হামলা পুনরায় শুরু হওয়া গাজার জনগণের জন্য এক নাটকীয় পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। বেসামরিক হতাহতের ঘটনায় আমরা মর্মাহত এবং অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।

    ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ শুক্রবার (২১ মার্চ) ঘোষণা দেন, হামাস যদি অবশিষ্ট ইসরাইলি জিম্মিদের মুক্তি না দেয়, তবে গাজা উপত্যকার বর্ধিতাংশ তাদের দখলে নেওয়া হবে। তার ওই হুমকির পর এই যৌথ আহ্বান জানানো হলো।

    তিন মন্ত্রী জার্মানির আনালেনা বেয়ারবক, ফ্রান্সের জিন-নোয়েল ব্যারোট এবং ব্রিটেনের ডেভিড ল্যামি-যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে বাস্তবায়িত এবং যাতে স্থায়ী হয় তা নিশ্চিত করার জন্য সব পক্ষকে পুনরায় আলোচনায় যোগদানের আহ্বান জানিয়েছেন।

    তারা বলেছেন, হামাসকে অবশ্যই ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা কয়েক ডজন জিম্মিকে মুক্তি দিতে হবে এবং এই গোষ্ঠীটি ‘গাজা শাসন করবে না বা ইসরাইলের জন্য আর হুমকি হবে না।মিত্ররা আরও বলেন, ইসরাইলকে ‘আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণরূপে সম্মান করতে হবে’ এবং ভূখণ্ডে সাহায্য সরবরাহের অনুমতি দিতে হবে।


    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…