এইমাত্র
  • দুপুরের মধ্যে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
  • ঈদ সিনেমায় পাঁচ নায়িকার অভিষেক
  • 'অনুশোচনার মতো কিছুই নেই' শেখ হাসিনা চরিত্রে অভিনয় প্রসঙ্গে নুসরাত ফারিয়া
  • এবার ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিলো লেবানন
  • এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না
  • পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ : রিজওয়ান হাসান
  • ১৫ বছরের নিচে হজে যেতে বারণ, যা বলছে ধর্ম মন্ত্রণালয়
  • সাংবাদিকদের নবম গ্রেডে বেতন ও যোগ্যতা নির্ধারণের প্রস্তাব
  • এবার লেবানন থেকে ইসরাইলে দফায় দফায় রকেট হামলা
  • ভিয়েতনাম থেকে তৃতীয় চালানে এলো ২৯ হাজার টন চাল
  • আজ রবিবার, ৯ চৈত্র, ১৪৩১ | ২৩ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    গভীর সমুদ্রে ডুবল রোহিঙ্গা বোঝাই নৌকা: উদ্ধার ২৫, নিখোঁজ অনেকে

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৩:৩৩ পিএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৩:৩৩ পিএম

    গভীর সমুদ্রে ডুবল রোহিঙ্গা বোঝাই নৌকা: উদ্ধার ২৫, নিখোঁজ অনেকে

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৩:৩৩ পিএম

    পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী জলসীমায় অন্তর্গত গভীর সমুদ্রে ডুবিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

    এসময় সময় ট্রলারে থাকা পনারী, পুরুষ, শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা উদ্ধার কার্যক্রম চলাকালীন সময়ের মধ্যে বিজিবির এক সদস্যসহ বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে।

    তথ্য সুত্রে জানা যায়, শনিবার (২২ মার্চ) দিবাগত গভীর রাত আড়াই টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া এলাকায় উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে। নিখোঁজের মধ্যে বিজিবির একজন সিপাহি রয়েছে। তিনি টেকনাফ শাহপরীর দ্বীপ বিজিবি বিওপিতে কর্মরত ছিল বলে জানা যায়।

    ঘটনার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আশিকুর রহমান বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই একটি নৌকা সাগরে ডুবে যায়।

    এরপর বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করার জন্য সাগরে ঝাঁপিয়ে পড়ে নারী, শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে জীবত উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজ রোহিঙ্গাদের উদ্ধারের অভিযান এখনো চলমান রয়েছে। তবে নিখোঁজ বিজিবির সদস্যের বিষয়ে কোন মন্তব্য করেনি তিনি।

    এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ শাহপরীর দ্বীপের জনপ্রতিনিধিসহ স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা শুনেছি। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ থাকার খবর পেয়েছি। তবে বিজিবি সদস্যদের তৎপরতায় ২৫ জন রোহিঙ্গাকে জিবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

    স্থানীয়রা অভিযোগ করে আরও বলেন স্থানীয় কিছু অর্থলোভী দালাল চক্রের সহায়তায় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশ উপকুলে অবৈধ পন্থায় অনুপ্রবেশের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সমস্ত দালালদের আইনের আওতায় নিয়ে না আসলে এই ধরনের দূর্ঘটনা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তারা।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…