পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী জলসীমায় অন্তর্গত গভীর সমুদ্রে ডুবিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
এসময় সময় ট্রলারে থাকা পনারী, পুরুষ, শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা উদ্ধার কার্যক্রম চলাকালীন সময়ের মধ্যে বিজিবির এক সদস্যসহ বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে।
তথ্য সুত্রে জানা যায়, শনিবার (২২ মার্চ) দিবাগত গভীর রাত আড়াই টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া এলাকায় উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে। নিখোঁজের মধ্যে বিজিবির একজন সিপাহি রয়েছে। তিনি টেকনাফ শাহপরীর দ্বীপ বিজিবি বিওপিতে কর্মরত ছিল বলে জানা যায়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আশিকুর রহমান বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই একটি নৌকা সাগরে ডুবে যায়।
এরপর বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করার জন্য সাগরে ঝাঁপিয়ে পড়ে নারী, শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে জীবত উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজ রোহিঙ্গাদের উদ্ধারের অভিযান এখনো চলমান রয়েছে। তবে নিখোঁজ বিজিবির সদস্যের বিষয়ে কোন মন্তব্য করেনি তিনি।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ শাহপরীর দ্বীপের জনপ্রতিনিধিসহ স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা শুনেছি। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ থাকার খবর পেয়েছি। তবে বিজিবি সদস্যদের তৎপরতায় ২৫ জন রোহিঙ্গাকে জিবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে আরও বলেন স্থানীয় কিছু অর্থলোভী দালাল চক্রের সহায়তায় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশ উপকুলে অবৈধ পন্থায় অনুপ্রবেশের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সমস্ত দালালদের আইনের আওতায় নিয়ে না আসলে এই ধরনের দূর্ঘটনা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তারা।
এসআর