কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের গত ২৪ ঘন্টার অভিযানে অপারেশন ডেভিল হান্টে নাশকতা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী ডাকাতসহ ৪ জনকে আটক করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বেলা ১টার সময় চকরিয়া থানার মিডিয়া সেল সেন্টার থেকে উপরোক্ত তথ্যাদি নিশ্চিত করা হয়।
পুলিশ ও সেনাবাহিনীর পৃথক অভিযানে ১টি এলজি ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া পুলিশের অভিযানে ১৯৩০ পিছ ইয়াবা ও চুরি হওয়া ব্যাটারি চালিত টমটম গাড়ি উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা হলেন- চট্রগ্রাম সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ড চকবাজার ডিসি রোড এলাকার মৃত মনু মিয়ার ছেলে মোহাম্মদ তৈয়ব (২৬), চট্রগ্রাম সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ড রাহাত্তারপুল এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ নাজিম (২৫), কক্সবাজারের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকার আবু শামার ছেলে মোহাম্মদ শফিউল আলম (২৪) ও কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড ভরামুহুরী এলাকার খায়ের নুর প্রকাশ হাবিব নুরের ছেলে মোহাম্মদ রিফাত (২০)। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক ও ডাকাতি মামলা রয়েছে।
উপরোক্ত আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এআই