এইমাত্র
  • কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
  • আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে পালানো আসামি পার্বতীপুরে গ্রেফতার
  • অনেকটাই শঙ্কামুক্ত তামিম, চেষ্টা করছেন হাঁটারও
  • ধানক্ষেতে কৃষকের এক টুকরো দেশপ্রেম
  • স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
  • কক্সবাজারে আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ আটক ৩
  • নওগাঁয় বিস্ফোরক মামলায় উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার
  • শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারপতি
  • নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে ৬.৭ মাত্রার ভূমিকম্প
  • কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জুটের গোডাউন পুড়ে ছাই
  • আজ মঙ্গলবার, ১১ চৈত্র, ১৪৩১ | ২৫ মার্চ, ২০২৫
    বিনোদন

    আশফাক নিপুণের 'জিম্মি' জয়া আহসান

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৩:১৫ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৩:১৫ পিএম

    আশফাক নিপুণের 'জিম্মি' জয়া আহসান

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৩:১৫ পিএম

    হিসাবহীন টাকার ভেতরে শুয়ে আছেন রুনা লায়লা। আবার সেই টাকার জন্যই ছুটছেন তিনি। সাধারণ এক সরকারি চাকরিজীবীর জীবন বদলে যাচ্ছে অদ্ভুত কিছু ঘটনার মধ্য দিয়ে। এমনই টানটান উত্তেজনার গল্প তুলে ধরা হয়েছে 'জিম্মি'র ট্রেইলারে, যা আড়াই মিনিটজুড়ে দর্শকদের কৌতূহলী করে তুলেছে।


    শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টায় হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে আশফাক নিপুণ পরিচালিত এই ওয়েব সিরিজের ট্রেইলার। এতে রুনা লায়লা চরিত্রে দেখা যাচ্ছে জয়া আহসানকে। সঙ্গে আছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্ত দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিবলুসহ আরও অনেকে।

    মহানগর ও সাবরিনার মতো সিরিজের মাধ্যমে নির্মাতা আশফাক নিপুণ দর্শকদের মুগ্ধ করেছেন। এবার তিনি আসছেন জিম্মি নিয়ে। ট্রেইলার মুক্তির পর তিনি বলেন, আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি, তারা এটি পছন্দ করেছেন। পুরো টিম মিলে চেষ্টা করেছি নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।

    রুনা লায়লা চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া আহসান বলেন, 'আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। আর আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। নিপুণের সঙ্গে এটি আমার প্রথম কাজ, তাও আবার সিরিজ! তিনি যেভাবে যা বলেছেন, আমি তাই করেছি। ট্রেইলারে তার কিছুটা প্রতিফলন নিশ্চয়ই দেখতে পেয়েছেন দর্শক। বাকিটা তাদের ওপর, তারা বলবে রুনাকে কেমন লাগল।'

    জয়ার বিপরীতে অভিনয় করেছেন ইরেশ যাকের। নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, 'জিম্মি-তে আমার চরিত্রটা বেশ মজার। আগেই কিছু বলতে চাই না। দর্শক পুরো সিরিজ দেখলেই বুঝতে পারবে। আর পরিচালক নিপুণ এমনভাবে প্রতিটি চরিত্র গড়ে তোলেন যে তা দর্শকের মনে দাগ কাটবেই।'

    বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, 'পরিচালক নিপুণের কাছে আমি কৃতজ্ঞ। তিনি আমাকে এমন চরিত্রে কাস্ট করেছেন, যা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হতে যাচ্ছে। সহশিল্পী জয়া, ইরেশসহ সবাই কাজটাকে সহজ ও স্মরণীয় করে তুলেছেন।'

    এখন অপেক্ষা ২৮ মার্চের, ঈদ উপলক্ষে হইচই-তে এদিন মুক্তি পাবে সিরিজটি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…