এইমাত্র
  • ঈদযাত্রায় চাপ নেই গাবতলীতে
  • নববর্ষের শোভাযাত্রা প্রত্যাখ্যান চারুকলার ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের
  • বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান
  • বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস
  • গাড়ি, ভ্যানের পর এবার টমটমের বহর নিয়ে গ্রামে গ্রামে সারজিস
  • বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র
  • ভাতা না নেওয়া ১৩৯৯ শহীদ মুক্তিযোদ্ধাকে খুঁজছে সরকার
  • দেশে ফের বার্ড ফ্লু শনাক্ত
  • প্রধান বিচারপতিকে সম্মাননা দিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
  • আলেম-ওলামাদের সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে: হাসনাত
  • আজ বৃহস্পতিবার, ১২ চৈত্র, ১৪৩১ | ২৭ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    নওগাঁয় বিএনপি নেতার গোয়ালঘরে মিলল ১৩টি চোরাই গরু, আটক ১

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৭:০৫ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৭:০৫ পিএম

    নওগাঁয় বিএনপি নেতার গোয়ালঘরে মিলল ১৩টি চোরাই গরু, আটক ১

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৭:০৫ পিএম

    নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া গরুর সন্ধানে অভিযান চালিয়ে ১৩টি চোরাই গরু উদ্ধার করেছে নওগাঁ জেলা পুলিশ। চোরাই গরুগুলো উদ্ধার করা হয়েছে বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে।

    এ ঘটনায় ছোটন প্রামাণিক (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গফুর শাহকে আটক করতে পারেনি।

    রবিবার (২৩ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. সাফিউল সারোয়ার।

    তিনি বলেন, গত ১৪ মার্চ গভীর রাতে আত্রাই থানার নৈদিঘী গ্রামের মো. মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। ঘটনার পর থেকেই জেলা পুলিশের একাধিক বিশেষ টিম অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার (২২ মার্চ) আত্রাই থানা পুলিশ চুরির ঘটনায় সরাসরি জড়িত ছোটন প্রামাণিককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে এবং গরুগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দেয়।

    তার দেওয়া তথ্যে ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আত্রাই থানা পুলিশের যৌথ অভিযানে বিএনপি নেতা মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। এর মধ্যে ৫টি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে নিশ্চিত করেছে পুলিশ।

    তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া ছোটন প্রামাণিকের বিরুদ্ধে আগেও একটি চুরির মামলা রয়েছে। তিনি বগুড়া জয়পুরহাট নওগাঁ সহ এর আশেপাশের এলাকায় গরু চুরির মুল হোতা ছিলেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।

    সংবাদ সম্মেলন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…