পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাকাত সন্দেহে পাঁচব্যক্তিকেপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ওই পাঁচ ব্যক্তিকে উদ্ধার করে হেফাজতে নিয়ে চিকিৎসা করিয়েছে। পরে যাচাই বাছাই করে ডাকাতির সঙ্গে তাদের সম্পৃক্ততা না পেয়ে আজ বুধবার দুপুর দুইটার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
ওই পাঁচ ব্যক্তি হলেন- ভোলার সদর উপজেলার দক্ষিণ দিলদি গ্রামেরমো. ইয়াছিন মাঝি (৬৫), ও তার ছেলে আব্দুর রাজ্জাক মাঝি (৩০), একই উপজেলার বাংলাবাজার গ্রামের মো. রুবেল (২৯) ও মো. সিয়াম (২২) এবং ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর গ্রামের মো. রাকিব (১৯)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের কালিশুরী বন্দর এলাকায় তাদেরকে ডাকাত সন্দেহে স্থানীয় লোকজন আটক করে পিটুনি দেয়।
সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবাররাত ১১টার দিকে পার্শ্ববর্তী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদে ডাকাত পড়েছে বলে সতর্ক বার্তা দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে বাউফলের কালিশুরী বন্দর এলাকার কয়েক হাজার মানুষ টর্চলাইর্ট ও লাঠিসোঁটা হাতে নিয়ে রাস্তায় অবস্থান নেয়।
ওই সময় পণ্য পরিবহনের কাজেনদী পদে বাউফলের বগার উদ্দেশ্যে ভোলার পাঁচ শ্রমিক একটি ট্রলারে করে যাচ্ছিলেন। কালিশুরী এলাকায় পৌঁছালে ডাকাত ডাকাত মাইকিং ও স্থানীয় লোকজনের ডাক-চিৎকারে তারা ভয়ে স্থানীয় কালিশুরী খালে ঢুকে আশ্রয় নেয়। পরে তাদেরকে আটক করে পিটুনি দেয় কালিশুরীএলাকার লোকজন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে বাউফলের বগা বন্দরের মৃৎশিল্পী শংকর পাল ছুটে আসেন। তিনি বলেন, ভোলা জেলার বাংলা বাজার এলাকার ব্যবসায়ী মো. কবির হোসেন বাউফল উপজেলার বগা ও কনকদিয়া ইউনিয়ন থেকে মাটির পণ্য ক্রয় করে নিয়ে ব্যবসা করেন। বছরব্যাপী ওই পণ্য সরবরাহের কাজ করেন ট্রলার চালক আবদুর রাজ্জাক ও তার বাবা ইয়াছিন মাঝি। তরমুজের মৌসুম ও ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সকল শ্রমিকের। তাই সময় বাঁচাতে রাতেই বাউফলের বগা পৌঁছাতে চেয়েছিলেন রাজ্জাক ও তার বাবাসহ ভোলার পাঁচ শ্রমিক। কিন্তু কালিশুরীর খালে তাদের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে। পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের র্দুঘটনা থেকে রক্ষা পেয়েছে তারা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন,‘ তাদেরকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। তারা সবাই শ্রমিকের কাজ করেন।এ কারণে তাদেরকে বাউফলের মৃৎশিল্পী শংকর পালের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’
এনআই