মাদারীপুরে অর্থের বিনিময়ে আওয়ামী লীগ পন্থীদের নিয়ে পৌর শ্রমিকদলের কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে রোববার (২৩ মার্চ) দুপুরে শহরের সুমন হোটেল এলাকার একটি সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন দলের একাংশের নেতাকর্মীরা।
প্রতিবাদ কর্মসূচিতে নেতারা বলেন, সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে লিটন হাওলাদারকে সভাপতি, সেলিম রেজাকে সাধারণ সম্পাদক ও আরিফ হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়। যা সম্পূন্ন আওয়ামী পন্থীদের নিয়ে গড়া কমিটি। অর্থের বিনিময়ে শ্রমিক দলের এই কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
জেলা শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন বলেন, লিটন হাওলাদার, সেলিম রেজা ও আরিফ হাওলাদার এরা সবাই সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শাজাহান খানের অনুসারী। তারা কিভাবে শ্রমিক দলের নেতৃত্ব পায়। তারা এতকাল আওয়ামী শ্রমিকলীগ করে এখন শ্রমিক দলের নেতৃত্ব দিতে আসছে। তারা স্বৈরাচারের সহযোগী। তাদের কোন ভাবেই শ্রমিকদলের নেতাকর্মীরা মেনে নিবে না।
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দিপু মিয়া বলেন, পৌর শ্রমিক দলের কমিটির শীর্ষ নেতৃত্বে যারা রয়েছে, তারা সবাই ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পক্ষ নিয়ে ওইদিন হাতে অস্ত্র নিয়ে ছাত্রদের সাথে সংঘাত করেছিল। তাঁরা কিভাবে হয় শ্রমিক দলের নেতা? তাই আমরা দ্রুত এই কমিটিকে অবৈধ ঘোষণা করে বিলুপ্ত করার দাবি জানাচ্ছি। আমাদের দাবি না মানা হলে আগামীতে বড় আকারে আন্দোলন করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান চৌকিদার, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, থানা শ্রমিক দলের সভাপতি শাকিল মুনশি, সাধারণ সম্পাদক জাকিরউল্লাহ প্রমুখ।
এসআর