চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরে গত ১৩ মার্চ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হয় তিনজন। তাদের মধ্যে একজন হলেন জামিজুরী এলাকার ব্যাটারিচালিত অটোরিকশাচালক রুহুল আমিন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু তার পরিবারের জন্য অন্ধকারের কালো ছায়া নিয়ে আসে। রুহুল আমিন ছিলেন ৬ কন্যা সন্তানের জনক। পরিবারে নেই আয় করার মতো উপযুক্ত ছেলে।
তার পরিবারের এমন কঠিন পরিস্থিতির সংবাদ পেয়ে রবিবার (২৩ মার্চ) ছুটে যান আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্টের কেবিনেট সদস্য ও গাউসিয়া কমিটি বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার।
এসময় তিনি রুহুল আমিনের পরিবারকে ঈদ উপহার স্বরূপ নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন এবং প্রতিমাসে পারিবারিক খরচ বাবদ ১২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিমাসের ১ থেকে ৫ তারিখের মধ্যেই ব্যাংক একাউন্টের মাধ্যমে এই টাকা দিবেন বলে জানান তিনি। সেই সাথে রুহুল আমিনের ৬ মেয়ের লেখাপড়া, বিবাহ দেওয়াসহ যে কোন প্রয়োজনে ব্যক্তিগতভাবে গাউসিয়া কমিটি বাংলাদেশ দোহাজারী পৌরসভার মাধ্যমে সহায়তা করবেন বলে আশ্বস্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন এ.এস.এফ সদস্য শাহনেওয়াজ চৌধুরী শুভ, গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভা শাখার সভাপতি জাফর আহম্মদ খান সহ-সভাপতি মুহাম্মদ আমির হোসেন, সহ-সভাপতি মুহাম্মদ আলহাজ্ব আবু তাহের, সাধারণ সম্পাদক মাওলানা তৌহিদুল মোস্তফা কাদেরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সোলাইমান, সাংগঠনিক সম্পাদক মনছুর আলী, সহ সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান আলমগীর, অর্থ সম্পাদক আরমান হোসেন, জামিজুরী ওয়ার্ড শাখার সভাপতি আলহাজ্ব জাকির হোসেন, সহ-সভাপতি মীর কাশেম, যুগ্ম সম্পাদক কামাল উদ্দীন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআই