‘প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা সম্ভব হবে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া’ এই স্লোগানে নওগাঁয় পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস
দিবসটি উপলক্ষে আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় সিভিল সার্জন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে সকাল ১১টায় একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলামের সভাপিতত্বে বক্তব্য রাখেন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন, ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী, বিএমএ নওগাঁর সভাপতি ইসকেন্দার হোসেন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যাপক লুৎফর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রী প্রমুখ।
সভায় বাংলাদেশ ও নওগাঁয় যক্ষ্মা পরিস্থিতি নিয়ে প্রেজেন্টেশন তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. জয়িতা সাহা।
তিনি জানান, ২০২৪ সালে সারাদেশে ৩০ লাখের বেশি লোকের পরীক্ষা করে মোট ৩ লাখ ১৩ হাজার ৬২৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। নওগাঁতে ২০২৪ সালে ৫২১ জনের যক্ষ্মা শনাক্ত হয়েছে। বর্তমানে জেলায় মোট ৩৭ হাজার ৩ জন যক্ষ্মা পজিটিভ রোগী রয়েছে। যক্ষ্মা শনাক্তে সক্ষমতা বেড়েছে। যক্ষ্মা শনাক্তের জন্য জেলার ১১ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিন এক্সপার্ট মেশিন আছে।
এআই