এইমাত্র
  • ঈদযাত্রায় চাপ নেই গাবতলীতে
  • নববর্ষের শোভাযাত্রা প্রত্যাখ্যান চারুকলার ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের
  • বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান
  • বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস
  • গাড়ি, ভ্যানের পর এবার টমটমের বহর নিয়ে গ্রামে গ্রামে সারজিস
  • বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র
  • ভাতা না নেওয়া ১৩৯৯ শহীদ মুক্তিযোদ্ধাকে খুঁজছে সরকার
  • দেশে ফের বার্ড ফ্লু শনাক্ত
  • প্রধান বিচারপতিকে সম্মাননা দিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
  • আলেম-ওলামাদের সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে: হাসনাত
  • আজ বৃহস্পতিবার, ১৩ চৈত্র, ১৪৩১ | ২৭ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    সময়ের কণ্ঠস্বর এ সংবাদ প্রকাশের পর বন বিভাগের অভিযান

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৭:৫২ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৭:৫২ পিএম

    সময়ের কণ্ঠস্বর এ সংবাদ প্রকাশের পর বন বিভাগের অভিযান

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৭:৫২ পিএম

    ‘প্রশাসনকে তোয়াক্কা না করে কাশিমপুরে মাটি ভরাট করে বনের জমি দখল’ এমন শিরোনামে গতকাল রবিবার (২৩ মার্চ) সময়ের কণ্ঠস্বর এ একটি সংবাদ প্রকাশিত হলে নড়ে চড়ে বসে বন বিভাগ। তারই ধারাবাহিকতায় গাজীপুরের কাশিমপুরে লস্করচালা এলাকায় বনভূমির জমিতে মাটি ভরাট করে দখলে নেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে বন বিভাগ।

    সোমবার (২৪ মার্চ) বিকেলে সহকারী বন সংরক্ষক(গাজীপুর)শাহিদুল হাসান শাকিলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

    এসময় সহকারী বনসংরক্ষক(গাজীপুর)শাহিদুল হাসান শাকিল জানান, ঘটনাস্থলে এসে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আর বনভূমির জমি জবরদখলের কোন সুযোগ নেই। যদি কেউ জবরদখল করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, বনভূমির জমিতে মাটি ভরাট করে জবরদখলের সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য বিট কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

    জানা যায়,গাজীপুর মহানগরীর কাশিমপুরের লস্করচালা এলাকায় সাবেক ৫৩৪ মৌজার ৯ খতিয়ানের বর্তমান হাল দাগ এসএ-১/৭,২, ও আরএস-৩নং দাগে ৬ একর ৯৭ শতাংশ বনভূমির জমির উওর ও পূর্ব পাশের বনের জমিতে মাটি ভরাট করে দখল নেওয়ার চেষ্টা চলছে।

    স্থানীয়দের অভিযোগ, বিএনপির নাম ব্যবহার করে আজিজ খান ও হাফিজ মিয়া এবং জসিম খানসহ একদল ভূমিদস্যুরা প্রভাব খাটিয়ে জমিটি দখলের পাঁয়তারা করছেন। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।

    এদিকে গাজীপুরের সহকারী বনসংরক্ষকের কাছে বনভূমির জমিতে অবৈধভাবে মাটি ভরাটের অভিযোগ পৌঁছানোর পরে কাশিমপুর বিট কর্মকর্তা সুলাইমান মিয়া জমিটি দখলমুক্ত করতে কার্যক্রম শুরু করেন। নির্দেশনা অনুযায়ী বনভূমি জমিটি ভরাট বন্ধ রাখতে ব্যবস্থা নেয়া হলেও রাতের আঁধারে ভূমিদস্যুরা বনভূমির জমিগুলো মাটি দিয়ে ভরাট করে পুনরায় দখলে নিয়েছে। যা প্রশাসনের নজরদারির প্রতি এক গুরুতর প্রশ্নচিহ্ন হিসেবে দেখা দিয়েছে।

    এলাকার বাসিন্দারা জানান, বারবার এমন অবৈধ জবরদখলের ফলে বনভূমি বিলীন হয়ে যাচ্ছে। যা প্রাকৃতিক পরিবেশ ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। ক্ষমতাসীন ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও জবরদখল বন্ধ রাখার দাবি জানিয়ে স্থানীয়রা প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…