ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে পৌর এলাকার আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের দুই সদস্য হলেন- উপজেলার বুড়াইচ ইউনিয়নের শিয়ালদী গ্রামের বাবুল মোল্যার ছেলে তুহিন মোল্যা (১৫) ও একই এলাকার মুরাদ ফকিরের ছেলে আকাশ ফকির (১৭)।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার সকালে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ রোডের আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের সদস্য তুহিন মোল্যা ও আকাশ ফকির দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে। ওই সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করেন। এসময় তাদের নিকট রক্ষিত কালো ব্যাগের ভিতর থেকে একটি ছোরা, একটি রাউন্ড ছোরা (চক্র ছোরা) ও একটি চেইনের চাবুক উদ্ধার করা হয়।
তবে আটককৃত কিশোরদের দাবী, ফরিদপুর থেকে আরিফুল নামের পূর্বপরিচিত অপর এক কিশোর এসে কালো ওই ব্যাগটি তাদের নিকট রেখে চলে গেছে। ব্যাগের ভিতর কি ছিলো তা তারা জানে না।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এনআই