যশোর সদর উপজেলার কাঠামারা গ্রামে চাঁদার দাবিতে জাহিদুল নামে এক ব্যক্তিকে মারপিট ও হত্যা চেষ্টা অভিযোগে কারারক্ষী ইদুসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) আহত জাহিদুলের মামাতো ভাই কাঠামারা গ্রামের আকিদুল বিশ্বাসের ছেলে ইমরান হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
আসামিরা হলো, কাঠামারার ওহিদুর বিশ্বাসের ছেলে ঝিনাইদহ জেলা কারাগারের কারারক্ষী আনোয়ার হোসেন ইদু, তার ভাই চমক আলী বিশ্বাস, আন্দোলপোতার ইমরান হোসেন, পলাশ, কাঠামারা গ্রামের ইয়ামিন, ইদুর ছেলে টুটুল, হাশেম বিশ্বাসের ছেলে আতিকুল, বাহাজ্জেল বিশ্বাসের ছেলে হামজা, ফাক্কার আলীর ছেলে রিয়াজুল ইসলাম, আব্বাস আলীর ছেলে সাইফুল ইসলাম, মৃত ইব্রা মোল্লার ছেলে মহিদুল ইসলাম, আন্দোলপোতা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মিন্টু হোসেন ও দলেননগর গ্রামের বিশারত আলীর ছেলে মিন্টু।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৯ মার্চ কারারক্ষী ইদু ৫ লাখ টাকা চাঁদাদাবি করে জাহিদুলের কাছে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা জাহিদুল ভয়ভীতি দেখাতে থাকে। ১০ মার্চ সন্ধ্যার পর জাহিদুলকে আন্দোলপোতা বাজারে একা পেয়ে ইদু ও ইমরান অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় জাহিদুলের কাছে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। বাকি দুই লাখ টাকার জন্য সাতদিনের সময় দেয় আসামিরা। ১২ মার্চ আসামিরা জাহিদুলকে দলেননগরে পেয়ে বেধড়ক মারপিট করে জখম করে। জাহিদুল জ্ঞান হারিয়ে গেলে আসামিরা মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। আহত জাহিদুলকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। জাহিদুল চিকিৎসাধীন থাকায় তার মামাতো ভাই আদালতে এ মামলা করেছেন।
এনআই