এইমাত্র
  • ঈদযাত্রায় চাপ নেই গাবতলীতে
  • নববর্ষের শোভাযাত্রা প্রত্যাখ্যান চারুকলার ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের
  • বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান
  • বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস
  • গাড়ি, ভ্যানের পর এবার টমটমের বহর নিয়ে গ্রামে গ্রামে সারজিস
  • বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র
  • ভাতা না নেওয়া ১৩৯৯ শহীদ মুক্তিযোদ্ধাকে খুঁজছে সরকার
  • দেশে ফের বার্ড ফ্লু শনাক্ত
  • প্রধান বিচারপতিকে সম্মাননা দিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
  • আলেম-ওলামাদের সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে: হাসনাত
  • আজ বৃহস্পতিবার, ১৩ চৈত্র, ১৪৩১ | ২৭ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    চট্টগ্রামে গৃহকর্মীর ছদ্মবেশে চুরি, দুই নারী গ্রেফতার

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০১:৩১ এএম
    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০১:৩১ এএম

    চট্টগ্রামে গৃহকর্মীর ছদ্মবেশে চুরি, দুই নারী গ্রেফতার

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০১:৩১ এএম

    চট্টগ্রাম নগরীতে গৃহকর্মীর ছদ্মবেশে ঘুরে ঘুরে চুরির ঘটনা ঘটাচ্ছিল এক নারী চক্র। কখনো কাজের সন্ধান, কখনো তালাবদ্ধ বাসা তাদের টার্গেট। অবশেষে পুলিশের জালে ধরা পড়লো এই চক্রের দুই সদস্য—রোজিনা বেগম (৪০) এবং তাসনুভা বেগম (২২)।

    রবিবার (২৩ মার্চ) দুপুরে বাকলিয়া থানার দেওয়ান বাজার এক নম্বর গলির নিরাপদ হাউজিং-২ এর আল-মদিনা ভবনে সংঘটিত এক চুরির ঘটনায় তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম।

    পুলিশ সূত্রে জানা গেছে, রোজিনা ও তাসনুভা মূলত কাজের খোঁজে নগরীর বিভিন্ন এলাকায় ঘোরেন। তারা কোনো বাসায় গৃহকর্মীর কাজ পেলে সেখানে প্রবেশ করতেন, আর কাজ না পেলে তালাবদ্ধ বাসাগুলো তাদের নজরে থাকত। চুরির সময় সঙ্গে থাকত একটি ব্যাগ, যাতে রাখা থাকত তালা ভাঙার সরঞ্জাম।

    রবিবার দুপুর সোয়া একটার দিকে চুরি হওয়া ফ্ল্যাটের বাসিন্দা সুমাইয়া আক্তার নুপুর ও তার খালা বুলু বেগম বাসা তালাবদ্ধ করে টেরিবাজারে কেনাকাটায় যান। ফিরে এসে তারা দেখতে পান, শোবার ঘরের স্টিলের আলমারির তালা ভাঙা, কাপড়-চোপড় এলোমেলো ছড়িয়ে-ছিটিয়ে আছে। সন্দেহ হতেই তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।

    সংবাদ পাওয়ার পরপরই বাকলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে দেখা যায়, রোজিনা ও তাসনুভা ঘটনার সময় ফ্ল্যাট ভবনে প্রবেশ করেছিলেন। এরপরই তাদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

    বিষয়টি সোমবার (২৪ মার্চ) নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন সময়ের কণ্ঠস্বর-কে বলেন, “জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা চুরির কথা স্বীকার করে। তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা মূল্যের এক জোড়া স্বর্ণের কানের ঝুমকা, ২৮ হাজার টাকা দামের এক জোড়া কানের দুল, একটি স্বর্ণের আংটি, একটি স্মার্টফোন এবং চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”

    ওসি আরও জানান, চুরির উদ্দেশ্যে রোজিনা ও তাসনুভা বায়েজিদ বোস্তামি এলাকা থেকে বাকলিয়ায় এসেছিলেন। ধারণা করা হচ্ছে, তারা নগরজুড়ে একই কৌশলে চুরির সঙ্গে জড়িত। তবে এই চক্রের পেছনে আরও কেউ জড়িত আছে কি না, সেটি খতিয়ে দেখছে পুলিশ।

    “তারা প্রায়শই নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে একই কৌশলে চুরি করত। প্রতিবারই গৃহকর্মীর ছদ্মবেশ নিয়ে কাজ খোঁজার নামে বাসার অবস্থান পর্যবেক্ষণ করত। যদি বাসায় কেউ না থাকত, তবে তালা ভেঙে ভেতরে ঢুকে চুরি করত,” বলেন ওসি ইখতিয়ার উদ্দিন।

    ভুক্তভোগী গৃহকর্তা বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা করেছেন। সেই মামলার ভিত্তিতে গ্রেফতারকৃত দুই চোরকে আজ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে চক্রটির অন্যান্য সদস্যদের খোঁজে অভিযান চালানো হবে।

    এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশ নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বাসা তালাবদ্ধ রেখে বাইরে গেলে প্রতিবেশীদের জানানো এবং সিসিটিভি ক্যামেরার ব্যবহার বাড়ানোর পরামর্শ দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

    এদিকে, রোজিনা ও তাসনুভার মতো গৃহকর্মীর ছদ্মবেশে চুরির ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, অপরিচিত গৃহকর্মী নিয়োগের আগে তাদের সঠিকভাবে যাচাই-বাছাই করা উচিত। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, গৃহকর্মী নিয়োগের আগে তাদের জাতীয় পরিচয়পত্র যাচাই ও স্থানীয় থানায় তথ্য সংরক্ষণের ব্যবস্থা করা জরুরি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…