বাঁশখালীতে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছেন এক চোর।
সোমবার (২৪ মার্চ) সকাল ১০ টার দিকে বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাঁশখালী উপজেলা কৃষি অফিসের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছিল এক চোর। এসময় বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম গিয়ে অভিযুক্ত চোরকে আটক এবং মোটরসাইকেলটি উদ্ধার করে। এসময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত চোর হলেন— চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা গ্রামের আক্তারপাড়ার মো. নাছির উদ্দীনের ছেলে মো. ইসমাইল (৩২)।
বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ জানান, অভিযুক্ত ইসমাইলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। এই সংক্রান্তে বাঁশখালী থানার মামলা নং-২৯, তারিখ-২৪/০৩/২০২৫ইং, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এনআই