এইমাত্র
  • ঈদযাত্রায় চাপ নেই গাবতলীতে
  • নববর্ষের শোভাযাত্রা প্রত্যাখ্যান চারুকলার ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের
  • বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান
  • বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস
  • গাড়ি, ভ্যানের পর এবার টমটমের বহর নিয়ে গ্রামে গ্রামে সারজিস
  • বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র
  • ভাতা না নেওয়া ১৩৯৯ শহীদ মুক্তিযোদ্ধাকে খুঁজছে সরকার
  • দেশে ফের বার্ড ফ্লু শনাক্ত
  • প্রধান বিচারপতিকে সম্মাননা দিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
  • আলেম-ওলামাদের সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে: হাসনাত
  • আজ বৃহস্পতিবার, ১৩ চৈত্র, ১৪৩১ | ২৭ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    উত্তরায় লটারিতে রাজউকের ফ্ল্যাট পেলেন ১৭২ জন

    উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০২:০৭ এএম
    উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০২:০৭ এএম

    উত্তরায় লটারিতে রাজউকের ফ্ল্যাট পেলেন ১৭২ জন

    উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০২:০৭ এএম

    লটারির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা ১৮ নম্বর সেক্টরে এপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে নির্মিত গ্রস ১৬৫৪ বর্গফুট আয়তনের ১৭২টি ফ্ল্যাট সাময়িক বরাদ্দ দেওয়া হয়েছে।

    সোমবার (২৪ মার্চ) রাজউক ভবনে এ সংক্রান্ত ৭ম লটারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

    কর্মকর্তারা জানান, লটারির স্বচ্ছতা বজায় রাখার জন্য অত্যাধুনিক সফটওয়্যার এর মাধ্যমে ৩ পর্যায়ের বাছাইকরণ শেষে সর্বমোট ৩৪৩৩ জন আবেদনকারীর মধ্যে ৩১৩৪টি সম্পূর্ণ আবেদন এর প্রেক্ষিতে লটারির ফলাফল প্রকাশিত হয়। যার মাধ্যমে ১৭২ জন আবেদনকারী ফ্ল্যাট সাময়িক বরাদ্দ প্রাপ্তির জন্য নির্বাচিত হত। এর আগে উপস্থিত ফ্ল্যাট বরাদ্দ প্রত্যাশীদের মাধ্যমেই পর্যায় সংখ্যা নির্ধারণ করা হয়।

    উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের এ ব্লকে মোট ৭৯টি ভবনে ৬৬৩৬টি ফ্ল্যাট রয়েছে যার মধ্যে ইতিমধ্যে বরাদ্দকৃত ফ্ল্যাট সংখ্যা ৬৪৬৪টি। সমগ্র প্রকল্প এলাকার ৫৫% জমি খেলার মাঠ, পার্ক, সবুজায়ন এবং রাস্তার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিটি ভবনের রয়েছে এ এলপি গ্যাস সরবরাহের বিশেষ প্রযুক্তি।

    প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষিতে উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের মতো বৃহৎ পরিসরের সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধাসহ এমন আবাসিক এলাকা নগরবাসীর জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করে। আজকের এই লটারি সুষ্ঠুভাবে পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে রাজউক বদ্ধপরিকর। রাজউক এর সদস্য (প্রশাসন ও অর্থ) ড. মো. আলম মোস্তফা, সদস্য (উন্নয়ন ও উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহা. হারুন-অর-রশীদ প্রমুখ।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…