রাজশাহীর বাঘায় ফিলিস্তিনে নজিরবিহীন ইসরায়েলি হামলা ও ভারতের মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বাদ যোহরের নামাজের পর উপজেলা ওলামা পরিষদের আয়োজনে ইসরায়েলি নৃশংস হামলার প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি বাঘা শাহী মসজিদ সামনে থেকে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি ওমর ফারুক। উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি মুফতি আসরাফ আলী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. খায়রুল বাসার, কোষাধাক্ষ্য হাফেজ মো. নাজিমুদ্দিন, আইন সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ নেতাকর্মী, সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে জমায়েত হন। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন। এ সময় তারা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বের মুসলিমরা যেখানে রমজান, ইফতার, সাহরি করছে, সেখানে ফিলিস্তিনের শিশু-নারীরা লাশের মিছিলে শরিক হচ্ছে। বিনা নোটিশে সন্ত্রাসী ইসরায়েল আমাদের মুসলিম ভাই-বোনদের উপর হামলা করছে, তাদের নির্বিচারে হত্যা করছে।
তারা আরও বলেন, "পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাকাণ্ড প্রমাণ করে দখলদার ইসরায়েল একটি বর্বর সন্ত্রাসী রাষ্ট্র। এ সময় ইসরায়েলি সকল পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।
এআই