এইমাত্র
  • ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১ চুক্তি ও ৮ সমঝোতা স্মারক সই
  • নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার: রিজভী
  • হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম
  • ব্যাংককে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ল ভবন
  • মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অনুভূত বাংলাদেশেও
  • রাশমিকার সংলাপ বলার ধরন নিয়ে আপত্তি নেটিজেনদের
  • বালুবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট
  • ঈদে ফিরতি যাত্রার ৭ এপ্রিলের টিকিট মিলছে আজ
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীর ঢল, বেড়েছে গাড়ির চাপও
  • ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
  • আজ শুক্রবার, ১৪ চৈত্র, ১৪৩১ | ২৮ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    নম্বর প্লেট বদলে সেনাবাহিনীর ডাল আত্মসাৎ! পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৫:১২ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৫:১২ পিএম

    নম্বর প্লেট বদলে সেনাবাহিনীর ডাল আত্মসাৎ! পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৫:১২ পিএম

    বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বরাদ্দকৃত ১৭ টন ৫০০ কেজি প্যাকেটজাত মসুর ডাল আত্মসাৎ চেষ্টার অভিযোগে চট্টগ্রামের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে তা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১টা ৪৫ মিনিটের দিকে বাকলিয়া থানার ওসি তদন্ত মোজাম্মেল হকের দিকনির্দেশনায় চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ডালের চালান ও ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

    গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া জেলার কাহালু থানার খিয়ার ভূগইল এলাকার বুলু প্রামাণিকের ছেলে মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩২) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার শিমুলবাড়ির মো. আইজ উদ্দিনের ছেলে মো. আজম মিয়া (৩০)। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বাকলিয়া থানাধীন চাক্তাই নতুন রাস্তার মো. জসিমের গুদাম থেকে ১৭ টন ৫০০ কেজি মসুর ডাল এবং আত্মসাৎ কাজে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১৬৫৫) উদ্ধার করা হয়।

    জানা গেছে, গত ২৩ মার্চ রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে সেনাবাহিনীর জন্য বরাদ্দকৃত মসুর ডালের চালানটি বগুড়া ক্যান্টনমেন্টে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তবে পথিমধ্যে আসামিরা পরিকল্পিতভাবে ডালচালানটি বগুড়া ক্যান্টনমেন্টে না নিয়ে আত্মসাতের উদ্দেশ্যে ট্রাকের নম্বর প্লেট পরিবর্তন করে চট্টগ্রামের চাক্তাই এলাকায় নিয়ে আসেন।

    ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…