কক্সবাজারের টেকনাফের উপকুলবর্তী গভীর সমুদ্রে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে ১ লাখ ইয়াবাসহ ৫ জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়, টেকনাফে দায়িত্বরত বাংলাদেশ কোস্ট গার্ড ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) সদস্যরা ইয়াবাসহ ৫ মাদক পাচারকারীকে আটক করে।
মঙ্গলবার (২৫ মার্চ) রাতে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে (মঙ্গলবার) দুপুর দুইটার দিকে কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন টেকনাফ শাহপরীরদ্বীপে কর্মরত কোস্টগার্ড ও র্যাব-১৫ সিপিসি-১-এর সমন্বয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা একটি ইঞ্জিনচালিত কাঠের তৈরি ফিশিং ট্রলারে তল্লাশি অভিযান পরিচালনা করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধারকৃত ইয়াবার চালানটির সাথে জড়িত ৫ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, এনায়েত উল্লাহ (৪১), নুর আলম (৩৮), মো. তুহা (২৫), আজিজুল্লাহ (২২) ও আব্দুল হামিদ (২৫)। তারা সবাই টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের বসবাসরত বাসিন্দা।
আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবার চালানটির সাথে জড়িত আড়ালে লুকিয়ে থাকা মুল হোতাদের আইনের আওতায় নিয়ে আসার জন্যও সংশ্লিষ্ট বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এনআই