এইমাত্র
  • চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ফিরেই দুর্নীতির মামলায় আদালতে নেতানিয়াহু
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় ২৩ জন নিহত, ১৮ জনই বিএনপির
  • রোজি উইন্টারটনকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা
  • পাবনায় সজিরন হত্যা মামলার প্রধান আসামি জিয়া গ্রেপ্তার
  • উল্লাপাড়ায় বাসচাপায় প্রাণ গেল ইউপি সদস্যের
  • এবছর বোরো মৌসুমে ৩৬ টাকায় ধান, ৪৯ টাকা চাল কিনবে সরকার
  • বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • পাবনায় সড়কের পাশে মিলল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ
  • কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে অনুপস্থিত ২৩ হাজার শিক্ষার্থী
  • আজ বৃহস্পতিবার, ২৭ চৈত্র, ১৪৩১ | ১০ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    বাঘায় বিএনপির দুপক্ষের মারামারি, আহত ৯

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৬:৩৫ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৬:৩৫ পিএম

    বাঘায় বিএনপির দুপক্ষের মারামারি, আহত ৯

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৬:৩৫ পিএম

    রাজশাহীর বাঘায় আওয়ামীলীগের এক নেতার বাড়িতে ইফতারের দাওয়াত খাওয়া নিয়ে বিরোধে বিএনপির একই গ্রুপের দুপক্ষের মারামারির হয়েছে।

    বুধবার (২৬ মার্চ) রাত ৮ টার দিকে মনিগ্রাম বাজারে এই ঘটনা ঘটে। তারা উভয়ে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাদের অনুসারি বলে জানিয়েছেন।

    এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে সোহাগ হোসেন শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    জানা যায়, বিএনপির নেতা বকুল হোসেন পক্ষের জাহিদ হাসান নামের এক ব্যক্তি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক পেজে) দুটি ছবিসহ একটি পোস্ট করেন, সেখানে তিনি লেখেন (গতকাল ২৪ শে রমজান মনিগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিএনপি'র সভাপতি আয়নাল হক পিন্টুর নেতৃত্বে আওয়ামীলীগের শীর্ষ সন্ত্রাসী সার গোলাপ বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করেন আয়নাল হক পিন্টু)। ফেজবুকের পোস্টটি আয়নাল হক পিন্টু ও তার সমর্থকদের নজরে আসে। ওইদিন বিষয়টি নিয়ে মনিগ্রাম বাজারে উভয়ই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ধাক্কাধাক্কি এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে।

    বকুল হোসন বলেন, ওয়ার্ড়ের সভাপতি পিন্টু ইউনিয়নের বিএনপির সভাপতিসহ নেতাদের নিয়ে আওয়ামীলীগের সার গোলাপের বাড়িতে ইফতারে যাওয়ায় জাহিদ ফেজবুকে লেখালেখি করে। পিন্টু মনিগ্রাম বাজারের দক্ষিণ মাথা যেতে নিষেধ করে। ওইদিন রাতে জাহিদ বাজারের গেলে পিন্টু ও তার লোকজন হামলা করে। এতে উভয়ের মধ্যে মারামারি ঘটনায় অনেকেই আহত হয়েছে।

    বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…