এইমাত্র
  • বিসিবিতে ঝটিকা অভিযানে ১৯-২০ কোটি টাকা লোপাটের আলামত পাওয়া গেছে
  • সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ১৪ টাকা
  • সাংবিধানিক বিধি মেনে পার্লামেন্ট ভেঙে দিলো সিঙ্গাপুর
  • শিবগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
  • রাজবাড়ীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
  • 'ইউক্রেন যুদ্ধে লাখো মানুষের মৃত্যুর জন্য ৩ ব্যক্তি দায়ী': ট্রাম্প
  • ঝালকাঠিতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত জেলা ছাত্রলীগ নেতা কারাগারে
  • শার্শায় ধানক্ষেত থেকে ২টি পাইপ গান উদ্ধার
  • রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হবে ৩৬ কোটি টাকা
  • আজ মঙ্গলবার, ২ বৈশাখ, ১৪৩২ | ১৫ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে অনুপস্থিত ২৩ হাজার শিক্ষার্থী

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ০৫:৩১ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ০৫:৩১ পিএম

    কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে অনুপস্থিত ২৩ হাজার শিক্ষার্থী

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ০৫:৩১ পিএম

    সারাদেশের ন্যায় উৎসব মুখর পরিবেশে আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) কুমিল্লা বোর্ডেও অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

    কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট নিবন্ধন করেছিল ১ লাখ ৯৩ হাজার ৩১ জন শিক্ষার্থী, অথচ পরীক্ষায় অংশ নিচ্ছে মাত্র ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। ফরম পূরণ করেও এবার পরীক্ষায় অংশ নিচ্ছে না ২৩ হাজার ৩৫১ জন শিক্ষার্থী।

    এক বছরের ব্যবধানে কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ৪৯ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী। এই সংখ্যা শিক্ষাক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে।

    কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এই ছয়টি জেলা নিয়ে গঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২৭৩টি কেন্দ্রে।

    জেলার শিক্ষাবিদরা জানাচ্ছেন, সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার প্রতি আগ্রহ কমে গেছে। মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় তাদের মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। এতে নির্বাচনী পরীক্ষায় খারাপ ফল করে অনেকেই চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছে না।

    তবে, ছেলে শিক্ষার্থীদের তুলনায় মেয়েরা পরীক্ষায় অংশগ্রহণ ও ফলাফলে এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হারও তুলনামূলকভাবে বেশি। তবে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা কমেছে, যা ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার জন্য একটি নেতিবাচক বার্তা বহন করে।

    এছাড়াও, শহরের তুলনায় গ্রামাঞ্চলে ঝরে পড়ার হার বেশি। বাল্যবিবাহ, পরিবারের বিদেশমুখী পরিকল্পনা এবং অভিভাবকদের অসচেতনতা অনেক শিক্ষার্থীকে শিক্ষা জীবন থেকে ছিটকে দিচ্ছে। শিক্ষার্থীদের একটি বড় অংশ মাধ্যমিক পর্যায়ে এসে পথ হারিয়ে ফেলছে।

    এদিকে, ২০২৩ সালে কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় নিবন্ধন করেছিল ২ লাখ ৯ হাজার ৩৩৭ জন। অংশ নিয়েছিল ১ লাখ ৫৫ হাজার ৯৩২ জন, অংশ নেয়নি ৫৩ হাজার ৪০৫ জন। সে তুলনায় এ বছর অনুপস্থিত শিক্ষার্থী কমলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক।

    পরীক্ষা নির্বিঘ্ন করতে কেন্দ্রের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।

    কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম বলেন, এবছর রেজিস্ট্রেশনের তুলনায় কম শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করবে। কেন কম অংশগ্রহণ করেছে সেটা জানতে হলে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তদন্ত করতে হবে। শিক্ষার্থীদের এভাবে ঝরে পড়া আমাদের জন্য উদ্বেগের বিষয়। বাল্যবিবাহ, পারিবারিক অসচেতনতা ও পারিবারিক চাপ এর পেছনে কাজ করছে বলে আমি মনে করি। তবে পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনা করার জন্য আমাদের সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…