এইমাত্র
  • ইসলামপুরের ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন
  • চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
  • মির্জাপুরে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
  • দেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
  • কাশ্মীর উত্তেজনায় ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান চীনের
  • মঠবাড়িয়ায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু
  • সাতক্ষীরায় ট্রাকের চাপায় কলেজছাত্র নিহত
  • অতিরিক্ত মাদক সেবনে মামা ভাগ্নের মৃত্যু
  • অব্যবস্থাপনায় ব্যবহার অনুপযোগী হাবিপ্রবির দশতলা একাডেমিক ভবন
  • মাগুরার আছিয়া হত্যা মামলায় আরও ৩ জনের সাক্ষ্যগ্রহণ
  • আজ সোমবার, ১৫ বৈশাখ, ১৪৩২ | ২৮ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    দৌলতদিয়ায় যাত্রীদের উপচেপড়া ভীড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৯:৫৫ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৯:৫৫ পিএম

    দৌলতদিয়ায় যাত্রীদের উপচেপড়া ভীড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৯:৫৫ পিএম

    ঈদযাত্রায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভীড় দেখা গেছে। তবে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।

    শনিবার (২৯ মার্চ) বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটে ঘরমুখো যাত্রী ও যানবাহনের উপচেপড়া ভীড়। তবে ভীড় বাড়লেও দৌলতদিয়া ঘাটে এবার ভোগান্তি কম। ফেরি ও লঞ্চ যোগে নদী পাড় হয়ে দৌলতদিয়া ঘাটে এসে যাত্রীরা বিভিন্ন যানবাহনে চড়ে তাদের গন্তব্য স্থানে যাচ্ছে। তবে অন্য সময়ের তুলনায় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।

    ঘরমুখো যাত্রী নিজাম বলেন, অন্যান্য সময়ে দৌলতদিয়া ঘাট থেকে সিএনজিতে ফরিদপুরের ভাড়া ৮০ টাকা নিলেও এখন নিচ্ছে ১৫০ টাকা ভাড়া।

    মাহিন্দ্র যাত্রী আনিস বলেন, দৌলতদিয়া ঘাট থেকে যশোরে অন্যান্য সময় মাহিন্দ্রেতে ভাড়া নেয় ৩০০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে আজকে ভাড়া নিচ্ছে ৪০০ টাকা।

    মাহিন্দ্র চালক রুবেল বলেন, যশোরে অন্যান্য সময় ভাড়া ৩০০ টাকা নেই। কিন্তু ঈদের সামনে গিয়ে খালি গাড়ি নিয়ে ফিরে আসতে হচ্ছে যার কারণে ৮০ থেকে ১০০ টাকা ভাড়া বাড়তি নিচ্ছি।

    বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল জানান, এই নৌরুটে বর্তমান ২২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। গতকালের চেয়ে আজকে যাত্রীর চাপ অনেক বেশি।

    বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলে আজ ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। গত দুই দিনের চেয়ে আজকে সকাল থেকে পাটুরিয়া থেকে আসা যাত্রীদের চাপ অনেক বেড়েছে। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান জানান, জেলা থেকে ম্যাজিস্ট্রেট এর দুইটা টিম প্রতিদিন আসছে ও আমরাও যাচ্ছি। আমাদের কাছে মাহিন্দ্রের যে অতিরিক্ত ভাড়া এ বিষয় নিয়ে এখন পর্যন্ত কোন যাত্রী অভিযোগ করেনি। এ ধরনের অভিযোগ পেলে আমরা মাহিন্দ্রো চালক বা মালিকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিব।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…