চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, বুধবার ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহণের সঙ্গে চট্টগ্রাম অভিমুখি দুটি হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন মৃত্যু বরণ করেন। হতাহতদের মধ্যে অন্তত ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা সবাই হাইয়েস গাড়ির যাত্রী ছিল। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় ৭জন নিহত হয়েছে। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসাপাতালে পাঠানো কথা জানান পুলিশের এ কর্মকর্তা। বাস ও মাইক্রোবাস পুলিশের হেফাজতে রয়েছে। তবে এখনো নিহতদের পরিচয় সনাক্ত করা যায় নাই।
এর আগে, গত সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চুনতি এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন ৬ জন।