এইমাত্র
  • পাবনায় সজিরন হত্যা মামলার প্রধান আসামি জিয়া গ্রেপ্তার
  • উল্লাপাড়ায় বাসচাপায় প্রাণ গেল ইউপি সদস্যের
  • এবছর বোরো মৌসুমে ৩৬ টাকায় ধান, ৪৯ টাকা চাল কিনবে সরকার
  • বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • পাবনায় সড়কের পাশে মিলল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ
  • কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে অনুপস্থিত ২৩ হাজার শিক্ষার্থী
  • বদলি হচ্ছেন ৩৬ সাব-রেজিস্ট্রার
  • চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সুপার নিহত
  • বিশ্বের প্রথম মাঙ্কিপক্স টিকার ট্রায়াল শুরু করল চীন
  • আদালতে নিজ আইনজীবীর ওপরে ক্ষোভ ঝাড়লেন হাজী সেলিম
  • আজ বুধবার, ২৬ চৈত্র, ১৪৩১ | ৯ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    টেকনাফে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পিএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পিএম

    টেকনাফে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পিএম

    কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে তিন সন্তানের জননী নিহত হয়েছেন। সংঘটিত ঘটনার মুলহোতা ঘাতক স্বামীকে আটক করতে সক্ষম হয়েছে।

    জানা যায়, বুধবার(২ এপ্রিল) মধ্য রাতের দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচি পাড়া এলাকায় এ ঘটনাটি সংঘটিত হয়। এ দিকে নিহত গৃহবধূর পিতা বাদী হয়ে ঘাতক স্বামীকে প্রধান আসামি করে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেছেন।

    নিহত তিন সন্তানের জননী হচ্ছে-টেকনাফ পৌরসভা ৪ নং ওয়ার্ড এলাকার সাবেক কাউন্সিলর হাসান আহাম্মদ ছোট বোন নুর বেগম (৪০) আর ঘাতক স্বামী হচ্ছে-বাহারছড়া কচ্ছপিয়া করাচি পাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহিম।

    বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরের দিকে এ বিষয়ে জানতে চাইলে, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটে যাওয়া ঘটনার খবরটি শুনার সাথে সাথে বাহারছড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পৌঁছে স্থানীয় জনতার সহায়তায় প্রধান আসামি ঘাতক স্বামীকে আটক করতে সক্ষম হয়।

    নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরও বলেন, নিহত তিন সন্তানের জননী নুর বেগম ও তার ঘাতক স্বামী আব্দুর রহিমের মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলে আসছিল।

    অবশেষে পূর্ব কলহের জের ধরে বুধবার মধ্য রাতে তার নিজ বাড়িতে ঘাতক স্বামী তার স্ত্রীকে নির্মম ভাবে ছুরিকাঘাত করে। এরপর স্থানীয়রা এগিয়ে এসে র রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালের নিহতের বাবা আব্দুল খালেক বাদী হয়ে ঘাতক আব্দুর রহিমকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন বলেও জানান এই কর্মকর্তা।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…