এইমাত্র
  • বিশ্বের প্রথম মাঙ্কিপক্স টিকার ট্রায়াল শুরু করল চীন
  • আদালতে নিজ আইনজীবীর ওপরে ক্ষোভ ঝাড়লেন হাজী সেলিম
  • নেত্রকোণায় বাড়িতে একা পেয়ে ১২ বছরের শিশুকে ধর্ষণ
  • পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় তাবলিগের জামাতের আমির নিহত
  • নানা বিতর্কিত কর্মকাণ্ডে বাউফল উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত
  • চলতি বছরে মূল‍্যস্ফীতি বেড়ে ১০.২ শতাংশে পৌঁছাবে, কমবে জিডিপির প্রবৃদ্ধি
  • চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৪
  • গাজাবাসীদের স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখান জাতিসংঘ মহাসচিবের
  • ১৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
  • নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
  • আজ বুধবার, ২৬ চৈত্র, ১৪৩১ | ৯ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    আজ থেকে আমি জয় বাংলা বলব: কাদের সিদ্দিকী

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পিএম

    আজ থেকে আমি জয় বাংলা বলব: কাদের সিদ্দিকী

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পিএম
    ছবি: সংগৃৃহীত

    কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ স্বাধীন না হলে আজ এতো দালানকোঠা, ঘর-বাড়ি, রাস্তা-ঘাট কিছুই হতো না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আজ এই স্বাধীনতাকে অনেকে মানতে চায় না। এটা ভালো কথা নয়।

    শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে গ্রামে মায়ের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব মন্তব্য করেন।

    কাদের সিদ্দিকী বলেন, গত ২৫ বছর একবারের জন্যও জয় বাংলা বলিনি। আজ আমার মায়ের কবরের পাশ থেকে শপথ করে গেলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব। জয় বাংলা হবে আমাদের সবার। জয় বাংলা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্লোগান নয়, এটা স্বাধীনতার স্লোগান। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন জয় বাংলা থাকবে।

    তিনি বলেন, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কেউ কেউ মনে করতে চায়, এটা স্বাধীনতার পতন হয়েছে। না, কোনো মতেই না; স্বাধীনতা না থাকলে আজ তারা এটা করতে পারত না। যে নেতারা একটা বিপ্লব ঘটিয়েছেন, আমি তাদের এ বিপ্লবকে সাধুবাদ জানাই এবং তারা যদি সঠিকভাবে চলতে পারতেন তাহলে বহুবছর মানুষ তাদের স্মরণ রাখতো। কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। তারা বঙ্গবন্ধুকে মানেন না। তারা জিয়াউর রহমানকে মানেন না, তারা আমাদের কাউকেই মানেন না।

    তিনি আরো বলেন, গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এর নিন্দা জানাই। স্বাধীন বাংলাদেশে জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান। এটা কারো দলের নয়, ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়। এটা মুক্তিযুদ্ধের স্লোগান, স্বাধীনতার স্লোগান।

    এইচএ/এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…